Travonews.in

ইফতার মাহফিলে আসার সময় আই এস এফ এর হাতে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ১

 

 

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় বিজয়গঞ্জ মেলা মাঠে শওকত মোল্লা ডাকে সম্প্রীতি ইফতার অনুষ্ঠান আয়োজিত হয়, উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতৃত্ব সহ পীরজাদা তোহা সিদ্দিকী । আর সেই অনুষ্ঠানে আসার পথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ আই এস এফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ভাঙ্গড় চালতাবেরিয়া অঞ্চলের কোচপুকুর ও চালতা বেড়িয়া এলাকায়। এই ঘটনায় আহত হয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেয় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

ইতিমধ্যেই উত্তর কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ