Travonews.in

পুলিশের জালে এবার বাংলাদেশি জঙ্গি শাব এর ভাই!

অসম এসটিএফ এর হাতে কেরল থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি মহম্মদ শাব সেখের ভাই এবার পুলিশের জালে। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য শাব সেখের পিসতুতো ভাইকে রবিবার রাতে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ ও অসম পুলিশ। নওদার দুর্লভপুরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাজিবুল ইসলাম নামে ঐ যুবককে। এই সাজিবুল ইসলাম মহম্মদ সাব সেখের পিসতুতো ভাই। সাজিবুল ইসলামের আত্মীয়দের দাবী- ” রাত আড়াইটে নাগাদ বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায় সাজিবুলকে। চাষাবাদ করে সে। এক বছর আগে সৌদিতে কাজে গিয়েছিল। কী কারণে বাড়িতে পুলিশের হানা? কেনই বা নিরপরাধকে তুলে নিয়ে যাওয়া হল! বুঝতে পারছেন না।” ঘটনাকে ঘিরে থমথমে গোটা এলাকা। সাজিবুল ইসলামের বাড়িতে আত্মীয় পরিজনদের ভিড় সোমবার সকালেও।

 

 

দিন কয়েক আগেই অসম পুলিশ হরিহরপাড়া থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। যারা ‘আনসারুল্লা বাংলার’ সদস্য বলেই জানা যায়। তাঁদের জেরা করেই উঠে আসে মহম্মদ শাব সেখের নাম। কেরল থেকে গ্রেপ্তার করা হয় শাব সেখকে। এবার তাঁরই এক আত্মীয় পুলিশের জালে. নওদার ভোলা গ্রাম থেকে আরেক যুবক মুস্তাকিম মণ্ডলকেও আটক করে নিয়ে যায় পুলিশ। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা।

 

#BangladeshiTerrorist #BangladeshTerrorism #ShabBrotherArrested #TerroristArrested

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ