Travonews.in

‘জিঙ্গল বেলস’ – গানটি কি শুধুই বড়দিনেই গাওয়ার জন্য রচিত?

 

এক কথায় উত্তর -‘না’! এই গানটির ধারাবাহিক ইতিহাসের সঙ্গে বড়দিনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, নেই কোনো ধৰ্মীয় অনুষঙ্গ। ক্রিসমাসে এই গানটি সবচেয়ে বেশি শোনা যায়, কিন্তু এটি শুধু ক্রিসমাসের জন্য তৈরি হয়নি। শীতের স্লেই রেসিং থেকে শুরু করে মহাকাশে প্রথম বাজানো গান হওয়া পর্যন্ত জিঙ্গল বেলসের অনেক চমকপ্রদ ইতিহাস রয়েছে। সহজ সুর আর মজার কথার জন্য এই গানটি ছোট-বড় সবার কাছেই প্রিয়। অনেকেই মনে করেন জিঙ্গল বেলস শুধুমাত্র ক্রিসমাসের গান, কিন্তু এটি মূলত একটি শীতকালীন উৎসবের জন্য লেখা হয়েছিল। পরে ক্রিসমাসের সময়ে জনপ্রিয় হয়ে ওঠে। তারপর থেকে বড়দিন মানেই এই গানে মেতে ওঠেন গোটা বিশ্বের মানুষ। গানের জনপ্রিয় লাইন, ‘ওহ, হোয়াট ফান ইট ইজ টু রাইড ইন আ ওয়ান-হর্স ওপেন স্লেই (Oh, what fun it is to ride in a one-horse open sleigh!)’। ১৯ শতকের শীতকালীন স্লেই রেসিং-এর শখ থেকে অনুপ্রাণিত হয়েছিল। সেই সময় এই রেসিং ছিল শীতের অন্যতম প্রধান বিনোদন। জিঙ্গল বেলস এতটাই ক্রিসমাস উৎসবের সঙ্গে জড়িত যে, অনেকেই এটিকে একটি ক্যারল মনে করেন। তবে বাস্তবে এটি কোনও ধর্মীয় গান নয়।

এটি শুধুমাত্র মজার ছলে লেখা একটি গান, যে গানে ক্রিসমাসের সময় আনন্দ মেতে ওঠেন মানুষ। জিঙ্গল বেলস-এর সুরকার জেমস লর্ড পিয়ারপন্ট মূলত শীতকালে মজায় মেতে ওঠার জন্য গানটি লিখেছিলেন। এতে স্নো, স্লেই রেসিং এবং শীতের মজার বিভিন্ন উপাদান উঠে এসেছে। জিঙ্গল বেলস শুধুমাত্র শীতকালীন বা ক্রিসমাসের গান নয়, এটি আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ছুটির গানের মধ্যে একটি। বিভিন্ন সংস্কৃতিতে এর সুর ও কথা পাল্টে বিভিন্ন ভাষায় গাওয়া হয়েছে। ভারতে ভোজপুরি জিঙ্গল বেলস ভার্সনটাও বেশ জনপ্রিয়। এক কথায় সব বয়সের মানুষ এটি পছন্দ করে।কখনো কখনো এমন গান সারা বিশ্বের মানুষের মন জয় করে নেয়।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ