এখন সকলেই খুব ব্যস্ত।অফিস,সংসার,বাচ্চা সামলানো ইত্যাদি কারণে আর পার্লারে যেতে পারছেন না। ঠিক আছে ঘরেই করে নিন ফেসিয়াল।
প্রথমে কোনো ভেষজ ক্লিনার দিয়ে মুখ ভালোকরে ধুয়ে নিন।
এরপর – বাড়িতেই ৪ চামচ ব্যাসন,১ চামচ হলুদ বাটা, ১ চামচ চন্দন বাটা একটু গোলাপজলে গুলে একটা পেস্ট বালিয়ে নিন। সারা মুখে ভালো করে মাখন। চোখ বাদ দিয়ে বাকি মুখে ৩/৪ মিনিট ম্যাসাজ করুন।চোখে শশার ফালি দিয়ে ঢেকে ২০/২৫ মিনিট শুয়ে থাকুন।
এবার ঠান্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন। আলতো করে মুছে কোনো ভেষজ ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে একদিন করে করুন। তাহলে আর পার্লারে যেতে হবে না।