Travonews.in

সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই ‘কমোড’ করুন ঝকঝকে

 

বেসিন,কমোড সহ সমস্ত বাথরুম পরিষ্কার রাখা খুবই ঝঞ্ঝাট। বিশেষ করে যেই অঞ্চলের জলে আয়রন বেশি তাদের সমস্যা আরো বেশি। তবে এই সমস্যার সমাধান আমাদের ঘরেই আছে। ঘরের যেমন সব সময়ে পরিষ্কার রাখা জরুরি, ঠিক তেমনই বাথরুম পরিচ্ছন্ন রাখার দিকেও নজর দিতে হবে। বাথরুমের মেঝে, বেসিন সহজে পরিষ্কার হলেও কোমোডের ক্ষেত্রে বেগ পেতে হয় অনেককেই। কিন্তু জানেন কি, রান্নাঘরের মাত্র একটি উপাদান ব্যবহার করেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে? একটি লেবুর সাহায্যে কোমোড হতে পারে নতুনের মতো ঝকঝকে। একটি স্প্রে বোতেল লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে নিতে হবে। তার পর সেটিকে ভাল ভাবে কোমডে ছিটিয়ে দিতে হবে। ২০ মিনিট মতো এর পর কোমোড ব্যবহার করা যাবে না। ব্যাস, তারপরেই দেখবেন লেবুর কারসাজি।

এর পর টয়লেট স্ক্রাবার দিয়ে ভাল করে কোমডটিকে ঘষে নিতে হবে। জল দিয়ে কোমডটি ধুয়ে নেওয়ার পর আর সেখানে কোনও দাগছোপ থাকবে না। এই পদ্ধতিতে কোমড পরিষ্কার করলে বাজার চলতি ক্লিনার কেনার জন্য কোনও টাকা খরচ হবে না। এছাড়াও ওই ক্লিনারে যে এসিড থাকে তাতে কমোড বেসিনের উজ্জ্বলতা নষ্ট হয়। সেই দিক লক্ষ রেখে লেবুর ব্যবহার করলে অনেক সুবিধা।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ