শীতে নানা কারণে মানুষের মুখের ভিতর আলসার(ছোট ফোস্কা) হয়। এর একাধিক কারণ থাকলেও প্রধান কারণ শীতে মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়।এছাড়া অনেক সময় স্টেরয়েড লুপ ইনহেলার নিলে আলসার হয়। দাঁতের কামড় খেয়েও হতে পারে।
আয়ুর্বেদ মতে এই সমস্যার সহজ সমাধান আছে আমাদের ঘরোয়া ওষুধে। যেমন –
১) মধু – নির্দিষ্ট জায়গায় মধু লাগিয়ে অন্তত আধ ঘন্টা মুখে আর কিছু দেবেন না,এমনকি জলও না। দিনে ২/৩ বার লাগাবেন।
২) হলুদ – নিয়মিত যারা সকলে কাঁচা হলুদ খান,তাদের স্বাভাবিক ভাবেই মুখে ঘা কমে যাবে। তবে আরো দ্রুত কাজ চাইলে অল্প হলুদ সামান্য জলে গুলে দিনে ২/৩ বার লাগান।আধ ঘন্টা পরে মুখ ধুয়ে ফেলুন।
৩) আরো দু’টো ঘরোয়া ওষুধ আছে – তা অবশ্য খুব সহজলভ্য নয়। তবে হাতের কাছে পেলে ব্যবহার করবেন।দ্রুত উপকার পাবেন।(ক) আমরা ডুমুর বাজারে পাই।কিন্তু ওই ডুমুরের সাথে যদি ১/২ টো ডুমুর পাতা পান,তাহলে সেই পাতা একটু থেঁত করে আলসারে লাগিয়ে দিন। এটাও দিনে ২/৩ বার লাগান। ম্যাজিকের মতো কাজ করবে।(খ) যারা উত্তরবঙ্গে থাকেন তারা চায়ের কচি পাতা সংগ্রহ করে একই পদ্ধতিতে ব্যবহার করুন।
এভাবে প্রাকৃতিক উপায়ে নিজের সমস্যা নিজেই মেটাতে পারবেন।