Travonews.in

Let beauty care be safe at home, not in the parlor:পার্লারে নয়,বাড়িতেই নিরাপদ হোক রূপচর্চা

পার্লারে নয়,বাড়িতেই নিরাপদ হোক রূপচর্চা
পার্লারে নয়,বাড়িতেই নিরাপদ হোক রূপচর্চা

বাড়িতে রূপচর্চা করে ঝকঝকে ত্বক গড়েতোলা যায়। শুধু চাই একটু নিষ্ঠা আর মনের ইচ্ছা। তাই কয়েকটা প্রণালী দেওয়া হলো আজকের ত্বক চর্চার জন্য।

 

১) এই পর্বে কয়েকটা বিষয় ঘরে তৈরি করে নিতে হবে। গ্রিন টিয়ের স্ক্রাব(Green Tea Scrub)– এই স্ক্রাব(Scrub) তৈরি করতে নিতে হবে ৩ টেবিল চামচ গ্রিন টি(Green Tea), ২ টেবিল চামচ ব্রাউন সুগার(Brown Sugar) এবং ১ টেবিল চামচ নারিশিং ক্রিম(Nourishing Cream)। নিজের পছন্দের যে কোনও ক্রিম(Cream) বেছে নিলেই হবে। এই পেস্ট(Paste) মুখে লাগাতে হবে। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলতে হবে।

২) ত্বক বিশেষজ্ঞরা বলছেন,

ঘুম ও আর্দ্রতার প্রয়োজন-ভাল ত্বকের জন্য এই দুটি খুবই প্রয়োজন। ত্বকের মেরামতি করতে ও তার আভা অটুট রাখতে যে কোনও মানুষের পর্যাপ্ত ঘুম দরকার। একে রূপচর্চার ভাষায় বিউটি স্লিপ(Beauty Sleep) বলে। ত্বকের আর্দ্রতা মানে শুধু বাইরের আর্দ্রতা নয়। ভিতরের আর্দ্রতাও জরুরি। তাই রাতে অন্তত ৬/৭ ঘন্টা সাউন্ডস্লিপ(Sound Sleep) ঘুম হওয়া দরকার

৩) যেকোনো লিকুইড হাই লাইটার(Liquide Highlighter) ত্বকের জন্য খুব উপকারী। হাতের পিছনে লিকুইড হাইলাইটার লাগিয়ে নিয়ে সেটা মেকআপ ব্রাশ(Makeup Brush) দিয়ে একবার সারা মুখে বুলিয়ে নিতে হবে। এতে ত্বকে ইনস্ট্যান্ট(Instant) আভা আসবে।

আরও পড়ুন

 

৪) টুথপেস্ট(Toothpaste) এর সঙ্গে সামান্য হলুদ দিয়ে ব্রণ বা গোটা সহজেই দূর করা যায়। যদি হঠাৎ করে মুখে পিম্পল(Pimple) বা ব্রণ দেখা দেয় তাহলে ভেঙে পড়ার কোনও কারণ নেই। কারণ ব্রণ হলে সেখানে টুথপেস্টের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে সেই পেস্ট  লাগিয়ে নিতে হবে। টুথপেস্ট খুব দ্রুত ব্রণ শুকিয়ে দেবে।

৫) অনেকেই অতিরিক্ত মেকাপ(Makeup) নেন। তা কিন্তু চলবে না। স্কিন স্পেশালিস্ট ডাক্তার (Skin Specialist Doctor) বলছেন,অতিরিক্ত মেকআপ বাদ দিতে হবে-কম মেকআপ করলে ও কন্সিলার(Conciliar) কম ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকে। কারণ বার বার মুখ ধুলেও মেকআপের অবশিষ্ট থেকে যেতে পারে। এই কারণেই সপ্তাহে এক বা দুই দিন মেকআপ-মুক্ত থাকা দরকার। যে কোনও মানুষের যে স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে হবে।

৬) আর সব শেষে বলবো সামান্য চন্দন যেতে মুখে লাগিয়ে রাখুন।আধঘন্টা পরে ধুয়ে ফেলুন। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।

#টুথপেস্ট #মেকাপ #গ্রিন টি #পার্লার

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ