জেলা প্রশাসনিক দপ্তরের ওয়েবসাইডে ইতিমধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপ্তিতে দেখা গেছে,সুপারিন্টেনডেন্ট, কেয়ারটেকার, মেট্রন, কুক, হেল্পার, নাইট গার্ড এবং কর্মবন্ধু নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১২টি। উৎসাহী কর্মীরা দ্রুত আবেদন করুন। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে এখন চুক্তি ভিত্তিক নিয়োগ যারা পাচ্ছেন, তাদের কাজ যদি ঠিক থাকে তাহলে চাকরি চলে যাচ্ছে না।
সুপারিন্টেনডেন্ট পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। মাধ্যমিক উত্তীর্ণেরা কেয়ারটেকার পদে আবেদন করতে হবে। বেতন পাবেন ৯ হাজার টাকা প্রতি মাসে। অষ্টম শ্রেণি পাশে মেট্রন, কুক, হেল্পার, নাইট গার্ড পদের জন্য আবেদন করা যাবে। মেট্রন প্রতি মাসে বেতন পাবেন ৯ হাজার টাকা। কুক পাবেন ৭ হাজার টাকা, হেল্পার এবং কর্মবন্ধু পাবেন ৫ হাজার টাকা এবং নাইট গার্ড পদে মাসে বেতন মিলবে ৬ হাজার টাকা। প্রতিটি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
প্রথমে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জানুয়ারি।