এলাহাবাদ হাইকোর্টে কাজের বড় সুযোগ (Allahabad HC Recruitment 2025) । অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্য এই লিঙ্কে – Exams.nta.ac.in- আবেদন করতে বলা হয়েছে। ওয়েবসাইটে “Recruitment” বলে একটি অপশন হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারীকে। এরপর “Research Associate Recruitment 2025” – এই লিঙ্কে ক্লিক করে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ আগামী ১লা এপ্রিল।
* এলাহাবাদ হাইকোর্টের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এই শূন্যপদে নিয়োগ (Allahabad HC Recruitment 2025) প্রক্রিয়া দুই ভাগে হবে। প্রথমে স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউ। আগামী জুলাই মাসে এই সংক্রান্ত নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত অ্যাডমিট কার্ড দেওয়া হবে। পরীক্ষার ফলাফল জুলাই মাসের শেষেই প্রকাশিত করা হবে। এরপরেই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
* মোট ৩৬ টি শূন্যপদের জন্য নিয়োগ (Allahabad HC Recruitment 2025) করা হবে এলাহাবাদ হাইকোর্টে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটেই আবডেট আছে। বিশেষ করে আবেদনের যোগ্যতা জেনেই আবেদন জানান।