শিক্ষকতা একটা মহত পেশা। অনেকেই এই পেশায় যেতে চান। তাদের সামনে এসেছে একটা বড়ো সুযোগ। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স(Central Reserved Police Force) অর্থাৎ সিআরপিএফের (CRPF) স্কুলে শিক্ষক পদে চাকরি করার বড় সুযোগ। ইতিমধ্যে সিআরপিএফের (CRPF) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশাসনিক, শিক্ষক সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন (CRPF School Recruitment 2025) করতে বলা হয়েছে।
*সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স(Central Reserved Police Force) অর্থাৎ সিআরপিএফের (CRPF) স্কুলে এই নিয়োগ (CRPF School Recruitment 2025) করা হবে। এই শূন্যপদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্য এই লিঙ্কে(Link) – crpf.gov.in ক্লিক(Click) করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
* (Central Reserved Police Force) সরাসরি এই নিয়োগ করবে। মোট ১৬ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (CRPF School Recruitment 2025) করা হবে। এর মধ্যে প্রিন্সিপাল(Principal) (মহিলা) পদের জন্য একজনকে, শিক্ষক (মহিলা) হিসাবে ৮টি শূন্যপদ এবং ন্যানি(Nani) (মহিলা) জন্য ৭টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। নিয়োগের আগে শূন্যপদ সংক্রান্ত সমস্ত জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। CRPF এর অফসিয়াল ওয়েবসাইটেই(Official Website) এই বিষয়ে বিস্তারিত আছে।
আরও পড়ুন
The Price of Smartphones Set to Drop in the Budget – Experts’ Opinion:বাজেটে কমতে চলেছে স্মার্ট ফোনের দাম – অভিমত বিশেষজ্ঞদের
* কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)– এ চাকরি পাওয়ার বড় সুযোগ (CRPF School Recruitment 2025) । বাহিনীর নিজস্ব মন্টেশরি(Montessori) স্কুল আছে। সেখানেই প্রশাসনিক, শিক্ষক সহ একাধিক পদের জন্য নিয়োগ করা হবে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের(Walk -IN-Interview) মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে। এজন্য আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারিত স্কুলে(School) পৌঁছে যেতে হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেশ কিছু প্রমান্য নথি প্রয়োজন।
* জায়গা- ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ(Deputy Inspector General Of Police), গ্রুপ সেন্টার(Group Center) CRPF, গ্রাম-কাওয়াখালি, পোস্ট-সুশ্রুতনগর, শিলিগুড়ি, জেলা-দার্জিলিং, পশ্চিমবঙ্গ (পিন-734012)
তারিখ: 20 ফেব্রুয়ারি 2025, সকাল 09:00 টা।
#স্কুল # কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স #মন্টেশরি #ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ