ভারতের বেকারি চূড়ান্ত। কিন্তু তার মধ্যেও যথেষ্ট নিয়োগ হয়ে চলেছে। এবার সামনে আসলো ONGC-র নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন। Oil and Natural Gas Corporation এর তরফে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত (ONGC AEE Recruitment 2025) জেনে নিন।
* এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে এই লিঙ্কে – ongcindia.com – ক্লিক করতে হবে। অনলাইনের রেজিস্ট্রেশন করে একটি ফর্ম ফিলআপ করতে হবে। গত ১০ জানুয়ারি থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।
* মোট ১০৮ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (ONGC AEE Recruitment 2025) করা হবে। ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) এই নিয়োগ করবে। মেকানিক্যালের ১১টি পদ, AEE (প্রোডাকশন)- পেট্রোলিয়ামের ১৯টি, AEE (প্রোডাকশন) – কেমিক্যালের ২৩ টি পদের জন্য এই নিয়োগ করা হবে। এছাড়াও আরও একাধিক শূন্যপদের জন্য হবে নিয়োগ। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত আছে।
* এই নিয়োগ (ONGC AEE Recruitment 2025) পরীক্ষার মাধ্যমে করা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি কম্পিউটারের মাধ্যমে CBT পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, পরীক্ষার ফরম্যাট হবে অবজেক্টিভ টাইপের। ওবজেকটিভ, ইংরেজি সহ একাধিক বিষয় পরীক্ষায় থাকবে। সময় দেওয়া হবে মাত্র ২ ঘন্টা। পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছ নিয়ম আছে। তা Oil and Natural Gas Corporation এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। পরীক্ষার পর ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে।