IRCON ইন্টারন্যাশনাল লিমিটেড টেকনিশিয়ান (ডিপ্লোমা) এবং স্নাতক শিক্ষানবিশ পদে নিয়োগ করবে। চাকরি প্রার্থীদের সামনে অনেক বড় সুযোগ। পুরুষ এবং মহিলা উভয়ই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবে।
* শিক্ষাগত যোগ্যতা –
IRCON ইন্টারন্যাশনাল লিমিটেড শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ (IRCON Apprentice Recruitment 2025) করবে। স্নাতক শিক্ষানবিশ পদের জন্য আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজিতে স্নাতক বা সমমানের ডিগ্রি রাখতে হবে। টেকনিশিয়ান (ডিপ্লোমা) পদের জন্যে আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি’তে ডিপ্লোমা থাকতে হবে।
* বয়স সংক্রান্ত তথ্য
এই শূন্যপদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ এই পদের জন্য আবেদনের (IRCON Apprentice Recruitment 2025) বয়স ৩০ বছর।
* কিভাবে আবেদন করবেন –
IRCON ইন্টারন্যাশনাল লিমিটেড কেন্দ্রীয় সরকারের অধিনস্থ একটা সংস্থা। এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন (IRCON Apprentice Recruitment 2025) করতে হবে। এজন্য আগামী ১৫ জানুয়ারি থেকে আবেদন করা যাবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করা যাবে। আর তা আগামী ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
* অনলাইনের জন্য-
শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে।
* অফলাইনে আবেদনের জন্য –
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই ঠিকানায় পাঠাতে হবে – “JGM /HRM IRCON INTERNATIONAL LIMITED, C- 4, District Centre, Saket, New Delhi-110017”