Travonews.in

মহাকুম্ভে ডুব দিলেন কাঞ্চন-শ্রীময়ী

 

মহাকুম্ভে ডুব দিলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়, অর্জন হয় পুণ্য। হয়তো সেই কারণেই এখন পর্যন্ত অন্তত ৫৬ কোটি মানুষ মহাকুম্ভতে ডুব বিয়েছেন। টলি পড়ার অনেকেই গিয়েছেন শেষ সংযোজন কাঞ্চন-শ্রীময়ী! টলিপাড়ায় সব সময় চর্চায় থাকেন কাঞ্চন মল্লিক! কখনও তাঁর অভিনয় মন ছুঁয়ে যায় মানুষের! আবার কখনও তাঁর ব্যক্তিগত জীবন উঠে আসে চর্চায়! কাঞ্চন তিন তিনবার বিয়ে করেছেন! বয়সে অনেকটা ছোট অভিনেত্রী শ্রীময়ীকে বিয়ে করেন তিনি! দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের পরেই শ্রীময়ীর সঙ্গে সংসার বাঁধেন কাঞ্চন! তাঁদের বিবাহিত জীবন বেশ সুখের! একটি সন্তানও রয়েছে এই দম্পতির!

সম্প্রতি কাঞ্চন ও শ্রীময়ীকে দেখা গেল মহাকুম্ভে স্নান করতে! কোটি কোটি ভক্তের সঙ্গে তাঁরাও নামলেন স্নানে! জীবনের সব পাপ ধুয়ে ফেলতেই কোটি কোটি মানুষ যাচ্ছেন মহাকুম্ভে! এবার সেই দলেই নাম লেখালেন কাঞ্চন-শ্রীময়ী! টি-শার্ট ও বার্মুডা পরেন কাঞ্চন, শ্রীময়ীর পরনে সালোয়ার কামিজ! এই পোস্ট সোশ্যাল মাধ্যমে শেয়ার করে শ্রীময়ী লেখেন ‘হর হর মহাদেব!’ যদিও তিনি পোস্টে কমেন্টে করার অপশন বন্ধ রেখেছেন! তাই তাঁদের ভক্তরা কমেন্ট করার সুযোগ পায়নি!

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ