৫৬ কোটি মানুষের মধ্যে নীলাঞ্জনা একজন – যিনি ত্রিবেণীতে স্নান করে পুণ্য অর্জন করলেন। দু’দশকের দাম্পত্যে ভাঙন। মাতৃবিয়োগ। যাবতীয় ঝড়-ঝাপটার পর নীলাঞ্জনা (Nilanjana Sharma) এখন ব্যক্তিগতজীবনে অনেকটাই থিতু। শুক্রবার অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা শর্মার জন্মদিন। দুই মেয়ের সঙ্গে উদযাপন করে তিনি পাড়ি দিলেন প্রয়াগরাজে। শুক্রবার সন্ধ্যায় মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন তিনি। তবে তাঁর এই আধ্যাত্মিক সফর কিন্তু এখানেই শেষ নয়!
জানা যাচ্ছে, ওখান থেকেই তিনি যাবেন বেনারস। মহাশিবরাত্রি পালন করবেন সেখানেই। তারপরই কলকাতায় ফিরবেন প্রযোজক। এক যাত্রায় জোড়া পুণ্য বলে কথা! আচমকাই এই ঝটিকাসফরের পরিকল্পনা কীভাবে? সংবাদমাধ্যমের কাছে নীলাঞ্জনা শর্মা জানালেন, বিদেশ থেকে তাঁর দাদা এবং জেঠু এসেছেন। এই ট্যুর প্ল্যান তাঁদেরই। এদিকে নীলাঞ্জনারও ইচ্ছে ছিল মহাকুম্ভে যোগ দেওয়ার। তাই তিনিও যোগ দিলেন তাঁদের সঙ্গে। দুই মেয়ে নেই কেন সঙ্গে? এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, সারার মুম্বই যাওয়ার কথা ছিল। তবে ছোটবোন জারার যেহেতু পরীক্ষা চলছে, তাই সারা ওর সঙ্গে রয়ে গিয়েছে।