Travonews.in

ভিকি এবং ক্যাটরিনার এই মিষ্টি ভিডিও মন জয় করে নিয়েছে নেটিজেনদের

 

বছর ৫/৭ আগে ক্যাটরিনা মানেই ছিল পুরুষ হৃদয়কে ধাক্কা দেওয়া এক নাম। তার পরে অবশ্য সেই ধার অনেকটা কমেছে। কারণ ক্যাটরিনা এখন ভিকি কৌশলের স্ত্রী। তাদের দাম্পত্য জীবন নিয়ে কোনো গুঞ্জন নেই। বলিউডের পাওয়ার কাপল, এই শব্দটি মাথায় এলেই প্রথম সারিতে যাঁদের নাম থাকে তাঁরা হলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বেশ কিছুদিন চুপিচুপি প্রেম করার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে বসেছিল রাজকীয় বিয়ের আসর। তবে দেখতে দেখতে কেটে গেছে তিনটি বছর। আর এখন সুখী দাম্পত্য জীবন যাপন করছেন এই দুই তারকা।

বিভিন্ন সময় একাধিকবার ভিকি কৌশল কে ক্যাটরিনার অনেক প্রশংসা করতেও দেখা গিয়েছে। তবে দুজনের প্রেম যে বিয়ের পরেও বেশ মাখো মাখো তার প্রমাণ মাঝে মধ্যেই পাওয়া যায়। নিজেদের সোশ্যাল মিডিয়া সাইটে একে অপরের সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্তের ছবি এবং ভিডিও তুলে ধরেন ভিকি ও ক্যাটরিনা। এবার একটু অন্যরকম ভিডিও শেয়ার করলেন তারকা অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন ক্যাটরিনা। আর যেখানে দেখা গিয়েছে ভিকিকেও কাঠের একটি চেয়ারে কালো পোশাক পড়ে বসে রয়েছেন ভিকি। আর সেখানেই শুদ্ধ হিন্দিতে ক্যাটরিনা কে উদ্দেশ্য করে বলছেন তিনি বিচিত্র কিন্তু সৎ ব্যক্তি। আর এই পোস্টের ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, দেখুন আমার স্বামী আমার সম্পর্কে কি বলছেন…। এমনিতেই এখন চলছে ভালোবাসার সপ্তাহ। তার ওপর ১৪, ফেব্রুয়ারি আবার ভ্যালেন্টাইন্স ডে। সম্পূর্ণ মজা করে বানানো হলেও ভিকি এবং ক্যাটরিনার এই মিষ্টি ভিডিও মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ