Travonews.in

এবার ঘাসফুলে দেবশঙ্কর

 

না না, এ ঘাসফুল কিন্তু সে ঘাসফুল নয়। নয় এটা রাজনীতির জগৎ। এটা বিনোদন জগৎ। শুরু করেছিলেন ছোট পর্দা দিয়ে। তবে অভিনয় জগতে তাঁর প্রবেশ থিয়েটারের হাত ধরে। দীর্ঘদিন দাপিয়ে বেরিয়েছেন মঞ্চ। একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে নজর কেড়েছেন দর্শকদের। তবে বড়পর্দায় প্রবেশের পরেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন দর্শকমহলে। তিনি হলেন অভিনেতা দেবশঙ্কর হালদার। ইশকাপনের বিবি, যেমন বলবেন স্যার, ইত্যাদি একাধিক ধারাবাহিকে অভিনয় করার পর বড়পর্দায় অলীক সুখ সিনেমার অভিনয় করেছেন। প্রথম সিনেমাতেই বিপরীতে নায়িকা হিসেবে পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। তারপরে আর ফিরে তাকাতে হয় নি। সমানে এগিয়ে চলেছেন।

আবার পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। মাঝে অবশ্য একটি রিয়ালিটি শো সঞ্চালনা করতেও দেখা গিয়েছিল দেবশংকরকে। তবে এবার আবার সিনেমায় দেখা যেতে চলেছে তাঁকে। আসতে চলেছে পরিচালক শৈবাল মিত্রের ঘাসফুল। সিনেমা মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবশঙ্কর হালদার এবং অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। এছাড়াও পর্দায় দেখা যাবে সৌমিলি ঘোষ বিশ্বাসকে। এক কবি এবং তাঁর পাঠিকার গল্প তুলে ধরবে এই সিনেমা। জানা গিয়েছে ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পাওয়া পর্যন্ত।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ