সংসদে বাজেট নিয়ে আলোচনা চলেছে। এই অবস্থায় বলিউডের পাশে দাঁড়ালেন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। অভিনয়ের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। দিবারাত্র গ্ল্যামারদুনিয়ার লাইমলাইটে থাকাও তাঁর নাপসন্দ! তবে অভিনয় থেকে দূরে থাকলেও এবার সিনেশিল্পের উন্নতিসাধনে মাঠে নামলেন জয়া বচ্চন। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে কেন ‘উপেক্ষিত বলিউড’? সংসদে সরাসরি প্রশ্ন তুললেন জয়া বচ্চন। সমাজবাদী পার্টির সাংসদ তথা প্রবীণ অভিনেত্রীর অভিযোগ, “বলিউডকে সবসময়ে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা হয় কিন্তু আসল সময়ে উপেক্ষিত বলিউড।”বুধবার সংসদে মেজাজ হারিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন জয়া বচ্চন।
সাধারণভাবে তিনি কখনো মেজাজ হারান না। কিন্তু বুধবার তিনি মেজাজ হারিয়ে বলে, “ভারতে সবথেকে বেশি কর দেয় বলিউড। অথচ এরা সিনেমা ইন্ডাস্ট্রিকে খুন করছে।” এদিন পার্লামেন্টে ক্ষুব্ধ জয়ার দাবি, “দেশে একের পর এক সিঙ্গল স্ক্রিনে তালা পড়ছে। মানুষ আজকাল আর সিনেমাহলে যান না। কারণ সিনেমা দেখা সকলের পক্ষে এতটাই খরচসাপেক্ষ হয়ে গিয়েছে। এবার এসবে জিএসটি বন্ধ করুন। আপনারা কি সিনে ইন্ডাস্ট্রিটাকে খুন করতে চাইছেন? দয়া করে এই বিষয়টা নিয়ে এবার একটু ভাবুন।” জয়া বচ্চনের মন্তব্য, “আপনারা সিনেশিল্পকে সম্পূর্ণ উপেক্ষা করছেন।” এই নিয়ে দীর্ঘ আলোচনার দাবি রাখেন তিনি।