Travonews.in

“Resolving Differences, Trisha Returns to the Small Screen!”:রাগ অভিমান মিটিয়ে ছোট পর্দায় আবার তৃষা

রাগ অভিমান মিটিয়ে ছোট পর্দায় আবার তৃষা
রাগ অভিমান মিটিয়ে ছোট পর্দায় আবার তৃষা

তৃষা সাহা ছোট পর্দায় বেশ স্বচ্ছন্দ। ইদানিং বড়ো পর্দাতেও সমান গতিতে এগিয়ে চলেছে। কিন্তু এর মাঝেই ছোট পর্দার সেটে কোনো বিষয় নিয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ার পড়ে কিছুদিন তাকে আর দেখা যায় নি। আবার ফিরে আসছেন স্টার জলসায়(Star Jalsha) আসছে পুরুষকেন্দ্রিক মেগা ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালে(Serial)। মাসখানেক আগে সিনিয়র অভিনেত্রীর সঙ্গে সেটে ঝামেলার কারণে বেশ বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী তৃণা সাহা। ছোট পর্দার পর যখন বেশ জমিয়ে বসছিলেন সিনেমা-সিরিজের দুনিয়ায়, তখন এই ধরনের ঘটনায়, সমালোচিত হন তিনিই। আপাতত ফের একবার সিরিয়াল দিয়েই কামব্যাক হচ্ছে তাঁর।

আরও পড়ুন

 

Who did Neelanjana write “Love Actually” for:নীলাঞ্জনা কার উদ্দেশ্যে লিখলেন -‘লাভ একচুয়ালি’

 

তৃণা এক সংবাদমাধ্যমকে জানালেন, ‘আমি টেলিভিশনে ফিরব না, এমন কথা কখনো ভাবিনি।’ সঙ্গে স্পষ্ট করলেন, ‘আমার হাতে এখন এত কাজও নেই যে, টেলিভিশনের অফার(Television Offer) ফিরিয়ে দেব। সিনেমা সিরিজের কিছু কাজ এসেছিল, হয় আমার কাজ তাঁদের ভালো লাগেনি। বা আমার কিছু জিনিস তাঁদের ভালো লাগেনি।’ তৃণাকে নিয়ে জল্পনার অন্ত নেই। ২০২৪ সালের মাঝামাঝি গভীর জলের মাছে তাঁর না-থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল। কারণ প্রথম সিরিজে তৃণার(Trina) চরিত্রটি বেশ ভালোবাসা পায় দর্শকদের। কিন্তু সিরিজের দ্বিতীয় পার্টে এসে হঠাৎই মৃত দেখানো হয় তাঁর চরিত্রটি। কীভাবে মৃত্যু, কেন মৃত্যু, কোনো কিছুই দেখানো হয়নি সেভাবে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, হঠাৎ করেই চরিত্রে শেষ করার সিদ্ধান্ত। যাই হোক শেষ পর্যন্ত আবার ফিরে আসায় স্বস্তি ভক্তকুলের।

#তৃণা #টেলিভিশনের অফার #সিরিয়াল #স্টার জলসা

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ