টলিপাড়ায় সৃজিত আর বলিউডে অভিজিৎ এখনো যথেষ্ট খ্যাতির শীর্ষে। এবার মিলন ঘটছে সেই দুই প্রতিভার। টলিউডের পয়লা সারির পরিচালকদের মধ্যে নাম আসে সৃজিত মুখোপাধ্যায়ের। বরাবরই তাঁর সিনেমা নিয়ে উৎসাহ তুঙ্গে থাকে বাংলার দর্শকরে। আপাতত হলে রমরমিয়ে চলছে সত্যি বলে সত্যি কিছু নেই। তারই মাঝে পরের প্রোজেক্টগুলিরও ঘোষণা করে ফেলেছেন তিনি। যার মধ্যে রয়েছে কিলবিল সোসাইটি, উইঙ্কল টুইঙ্কল, লহ গৌরাঙ্গ নাম রে। তবে শনিবার একটি মন ভালো করা খবর শেয়ার করলেন পরিচালকমশাই। জানালেন, তাঁর পরের ছবিতে কাজ করবেন জনপ্রিয় বাঙালি গায়ক, যার গানে নেচে বিখ্যাত হয়েছেন শাহরুখ-সলমনরা, সেই অভিজিৎ ভট্টাচার্য। এই খবরে খুশি টলি পাড়ার সকলেই। তাঁরা মনে করেই এই দুই প্রতিভার মিলন ঘটলে একটা ভয়ঙ্কর ভালো কিছু সৃষ্টি হতে পারে।
সৃজিত অভিজিৎ ভট্টাচার্য, মিউজিক ডিরেক্টর রণজয় ভট্টাচার্যের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, ‘নয়ের দশকে শানু-উদিত-অভিজিৎ ত্রয়ীর মধ্যে সবসময়ই আমার প্রিয় ছিলেন অভিজিৎ। ম্যায় কোয়ি অ্যায়সা গীত গাউ, চাঁদ তারে, তবা তুমহারে, চলতে চলতে, ওয়াদা রাহা সনম.. তালিকাটি অন্তহীন। গানগুলি স্মৃতির বাক্স খুলে দেয়। প্রথমবার তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত।’ তবে ঠিক কোন প্রোজেক্টের কাজ করলেন তাঁরা, তা স্পষ্ট করেননি কোথাও। আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে সবটা জানার জন্য।