২৩ জানুয়ারি বাংলায় মুক্তি পেয়েছিল ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। নাট্যসম্রাজ্ঞীর জীবনী সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আর ঠিক সেই কারণেই ‘বিনোদিনী’ (Binodinii) মুক্তির পর থেকে হল ভিজিট(Visit) হোক বা যে কোনও অনুষ্ঠান, যেখানেই যাচ্ছেন প্রশংসা কুড়োচ্ছেন অভিনেত্রী। দর্শক, সিনেসমালোচকদের রায়ে ঝকঝকে মার্কশিট(Marksheet) তাঁর। নিজেকে ভেঙেচুরে বিনোদিনীর চরিত্র আত্মস্থ করেছেন। আর সেই কঠোর কসরতের ফলই হাতেনাতে পাচ্ছেন বর্তমানে। আর শুক্রবারই রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ জাতীয় স্তরে মুক্তি পেয়েছে। বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞীর জীবনী সেলুলয়েডে(Celluloid) দেখছে ভারত। সেই উপলক্ষেই বলিউড(Bollywood) এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির(Flim Industry) তরফেও শুভেচ্ছা এল রামকমল, রুক্মিণী মৈত্রর কাছে।
আরও পড়ুন
Actress Rupsha Became A Mother Just Four Months After Her Social Marriage:সামাজিক বিয়ের চার মাসের মাথাতেই ‘মা’ হলেন অভিনেত্রী রূপসা
শুক্রবার সেই প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে(X-Handel) রামকমল মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। জুনিয়র বচ্চনকে পালটা ধন্যবাদ জানাতেও ভুললেন না পরিচালক। আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই আর মাধবনের (R Madhavan) তরফে শুভেচ্ছা এল। ‘বিনোদিনী’ ট্রেলার শেয়ার করে বলিউডের ম্যাডি(Bollywood Maddy) লিখেছেন, “এই অসাধারণ প্রচেষ্টার জন্য তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রামকমল। আমি নিশ্চিত যে ছবিটা তোমাদের অত্যন্ত গর্বিত করবে এবং ইতিহাস তৈরি করবে। জাতীয় স্তরে রিলিজের জন্য বিনোদিনীর গোটা টিমকে শুভেচ্ছা।” শুক্রবার মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে, গুয়াহাটি, হায়দরাবাদ এবং নয়ডা-সহ একাধিক জায়গায় মুক্তি পেয়েছে রুক্মিণীর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’।