Travonews.in

আসানসোলের রাইমা এখন দেবের পাশে – খুশি পরিবার

 

আসানসোলের রাইমা খুব ছোট বয়স থেকেই দেবের ভক্ত। রাইমার খুব ইচ্ছে ছিল একবার দেবের সঙ্গে মুখোমুখি কথা বলবে। ‘খাদান’ সিনেমা সেই সুযোগ এনে দিলো। সদ্য প্রকাশিত অভিনেতা দেবের ‘খাদান’ সিনেমায় ছোট ভূমিকায় অভিনয় করলেন রাইমা পাল। একেবারে দেবের সঙ্গে অভিনয় করলেন। রাইমা ‘খাদান’ সিনেমায় অভিনয় করেছেন সেই খবর চাউর হতেই খুশি বার্ণপুরের এলাকার মানুষ। আসানসোলের বার্ণপুরের পুরানহাটের বাসিন্দা রাইমা পাল। আসানসোল গালস্ কলেজে দিত্বীয বর্ষের ছাত্রী রাইমা। এদিন রাইমা পাল জানান, চার বছর বয়স থেকেই সে দেবের ফ্যান। ‘খাদান’ সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করে খুশি ও আপ্লুত।এদিন রাইমা পাল বলেন জামুরিয়া এলাকায় শ্যুটিং হয়েছিল। রাইমা, তার পরিবার ও এলাকার মানুষ খুবই খুশি।

শ্যুটিংয়ের সময় অভিনেতা দেব তাঁর অভিনয় দেখিয়েছেন। সে ভাবতেই পারছেন না দেবের সঙ্গে সিনেমা করেছে। রাইমা ‘খাদান’ সিনেমায় অত্যাচারিত নারীর চরিত্রে অভিনয় করেছেন।সম্প্রতি ২০ ডিসেম্বর ‘খাদান’ সিনেমা প্রেক্ষাগৃহে রিলিজ করেছে। প্রথম দিনেই সেই ‘খাদান’ সিনেমা দেখলেন রাইমা পাল। রাইমা আগামী দিনে অভিনয় জগতে যাওয়ার ইচ্ছে রয়েছে। এমনকি দেবের সঙ্গে আরও সিনেমা করাও ইচ্ছে রয়েছে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ