Travonews.in

Saif Attack Case Takes A Shocking Turn – Police Left Confused:সইফ হামলার ঘটনায় চাঞ্চল্যকর মোড় – বিভ্রান্ত পুলিশ

সইফ হামলার ঘটনায় চাঞ্চল্যকর মোড় - বিভ্রান্ত পুলিশ
সইফ হামলার ঘটনায় চাঞ্চল্যকর মোড় – বিভ্রান্ত পুলিশ

সইফ(Saif) হামলার ঘটনায় প্রথম থেকেই অনেক প্রশ্ন পরিষ্কার হচ্ছে না। তসলিমা নরসিন(Taslima Nasrin) তো বিষয়টাকে অবিশ্বস্য বলেছেন। এবার অবাক করা ঘটনা হলো ফিঙ্গার প্রিন্ট(Fingerprint)। এবার সেই হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলামের(Sariful Islam) আঙুলের ছাপ এর সাথে সইফের বাড়ি থেকে সংগ্রহ করা ১৯টি জায়গার আঙুলের ছাপের কোনও মিল নেই বলেই জানা গেল। মুম্বাই পুলিশ সূত্রে এমনটা তথ্যই প্রকাশ্যে এসেছে। মুম্বাই পুলিশ অভিনেতার বাড়ি থেকে সংগৃহীত আঙুলের ছাপগুলো রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)(CID) ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে(Fingerprint Beuro) পাঠিয়েছিল। সিআইডি নিশ্চিত করেছে যে ছাপগুলো অভিযুক্তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে মামলার তদন্তে আরও গভীরে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

আরও পড়ুন

 

An Amazing Song By Suchismita – Enthusiastic Urban Audience:অবাক করা গান সুচিস্মিতার – উদ্বেলিত নাগরিক মহল

 

একই সাথে শরিফুলের উপস্থিতি নিয়েও প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গিয়েছে। এদিকে শরিফুল শাহাজাদ বাংলাদেশ(Bangladesh) থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে(West Bengal) কিছুদিন ছিল। খুকুমণি জাহাঙ্গির শেখ(Khukumoni Jahangir Sekh) এক মহিলার নামে তোলা সিম কার্ড(Simcard) ব্যবহার করত সে। এবার এই খুকুমণির খোঁজেই বাংলায় এসেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের একটা টিম আজই কলকাতায়(Kolkata) এসেছে খুকুমণির সন্ধানে। একই সাথে শরিফুল বাংলায় যত দিন ছিল, ততদিন সে কি করেছে, সেই বিষয়ও খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। সবটা নিয়ে কিন্তু রহস্য যথেষ্ট ঘনীভূত।

#কলকাতা #বাংলাদেশ #সিআইডি #সইফ

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ