Travonews.in

‘পাকিস্তান থেকে ভারতের জীবন অনেক সুখকর’ – এই কথা বলে পাকিস্তানে তীব্র ক্ষোভের মুখে পড়লেন দীপক পেরওয়ানি

 

খুব সরলভাবে দীপক পেরওয়ানি নিজের মনের কথা খুলে বলে তীব্র রোষের মুখে পড়লেন। একটি সাক্ষাৎকারে সততার সঙ্গে এই বক্তব্য রাখতেই নেট দুনিয়ায় নিন্দার ঝড়। আম্মা হায়দারের শো ‘সামথিং হট’-এ এসেই এই কথা বলেন দীপক পেরওয়ানি। কে তিনি ? এই সাক্ষাৎকার চলাকালীন পেরওয়ানি নিখুঁতভাবে এবং বিস্তারিতভাবে দুই দেশের তুলনা করেন। পরিকাঠামো, স্বাধীনতা, আনন্দ-সুখ ইত্যাদির ক্ষেত্রে দুই দেশের তুলনা করেন। এমনকী ভারতের রাস্তায় স্বাধীনভাবে পথচারীরা হাঁটতে চলতে পারেন, পাকিস্তানের ক্ষেত্রে তেমনটা হয় না, এও জানিয়েছেন তিনি। দীপক পেরওয়ানি বলেন, ‘যদি দুই দেশের মানুষের জীবনযাপনের তুলনা করেন, তাহলে ভারতীয়দের জীবন অনেক উন্নত। আনন্দে ঘেরা জীবন। মানুষ হাসে, জীবন উপভোগ করে নিজের মত। আর তার পরেই তাকে পড়তে হয় তীব্র আক্রমনের মুখে।

পাকিস্তানের তুলনায় ভারতের শহরগুলি অনেক বেশি পথচারীদের জন্য ভাল, বলেই দাবি দীপকের। ‘ভারতে এটা এখনও কংক্রিটের জঙ্গল হয়ে যায়নি, ফুটপাথও আছে, পেভমেন্টও আছে।’ করাচির রাস্তার সঙ্গে তুলনা টানেন দীপক পেরওয়ানি। আর এই মন্তব্যের কারণেই সমাজমাধ্যম দুটি দলে বিভক্ত হয়ে যায়। তাঁকে একদল দেশদ্রোহী বলে দাগিয়ে দেন এবং অনেকেই তার এই মন্তব্যে বাস্তবের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন। ইউটিউবে একজন নেটিজেন কমেন্টে লেখেন, ‘আমার কাছে করাচির পুরনো একটি ছবি আছে যেখানে মহিলাদের বাইক চালাতে দেখা গিয়েছে।’ তবে আক্রমন কিন্তু থেমে থাকে নি, সমানে চলেছে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ