Travonews.in

কার্গিল যুদ্ধে যুদ্ধ ক্ষেত্রে জওয়ানদের সঙ্গে ছিলেন তিনি

 

স্বাধীন ভারতে যুদ্ধ হয়েছে অনেক। আর যে দেশের প্রতিবেশী পকিস্তান সে দেশকে তো যুদ্ধে যেতেই হবে। প্রথম ভারত চিন যুদ্ধের কথা যদি বাদ দিই তাহলে বাকি সব যুদ্ধই ঘটেছে পাকিস্তানের সঙ্গে। আর তার মধ্যে অন্যতম যুদ্ধ ছিল কার্গিলের যুদ্ধ। কার্গিলের বিখ‍্যাত যুদ্ধ নিয়ে পরবর্তীকালে বলিউডে একাধিক ছবিও তৈরি হয়েছে। ছবিতে সেনার চরিত্রে অভিনয় করেছেন অনেক অভিনেতাই। কিন্তু জানেন কি একজন বলি অভিনেতা সত‍্যিই যুদ্ধ করেছিলেন সেনাদের সঙ্গে। বলিউডের এই নামজাদা অভিনেতা যুদ্ধকালীন সময়ে সেনা জওয়ানদের সঙ্গে মিলে একেবারে সত‍্যিকারের ব‍্যাটল ফিল্ডেই ছিলেন। তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত। একটি নয়, তিন তিনটি জাতীয় পুরষ্কার জিতেছেন অভিনেতা। তাঁর ভক্তের সংখ‍্যা অগুণতি। তবে কার্গিল যুদ্ধের সময় তিনি প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করে রাজি করিয়ে তারপর গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। বাকি সেনাদের সঙ্গে তিনিও রীতিমতো যুদ্ধ করেছেন।

তিনি আর কেউ নন, বলিউডের অন‍্যতম সেরা অভিনেতা নানা পাটেকর। কার্গিল যুদ্ধের সময় সেনা জওয়ানদের সঙ্গে মাঠে নেমেই যুদ্ধ করেন নানা। 1990 এর দশকের গোড়ার দিকে, নানা তাঁর ‘প্রহর’ ছবিতে কাজ করার সময় তিন বছর সেনাবাহিনীর মারাঠা লাইট ইনফ্যান্ট্রির সঙ্গেই প্রশিক্ষণ নিয়েছিলেন। যখন কার্গিল যুদ্ধ শুরু হয়, তখন তিনি ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যান এবং ফ্রন্টলাইনে সেনাদের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়ার অনুরোধ জানান। তবে তাঁর অনুরোধ প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল, কারণ এই ধরনের অনুমোদনের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর সম্মতি প্রয়োজন ছিল। পরে অবশ্য অনুমতি জোগাড় করেন। ১৯৯৯ সালের আগস্টে, নানা লাইন অফ কন্ট্রোলের (LOC) কাছে ফ্রন্ট লাইনে ১৫ দিনেরও বেশি সময় কাটিয়েছিলেন। সেখানে তিনি সৈন্যদের সাহায‍্য করেন। পাশাপাশি বেস ক‍্যাম্পের হাসপাতালেও কাজ করেছেন নানা।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ