হঠাৎ সামনে আসলো বহু পুরোনো একটা ভিডিও। মুহূর্তে সকলে স্মৃতিকাতর হয়ে পারেন সেই ভিডিও দেখে। ব্যাপার কি! এদিন আচমকাই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পোস্ট করা একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে ট্রেনে বসে আবৃত্তি করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই তাঁর পোস্টে জানিয়েছেন এই ভিডিয়োটি সেইদিনের যখন তাঁরা ‘বেলাশুরু’ ছবির শ্যুটিং সেরে ফিরছেন সেই সময়ের। ভাইরাল ভিডিয়োতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুরন্ত আশা কবিতাটি পাঠ করতে দেখা যাচ্ছে মানসী কাব্যগ্রন্থ থেকে। তাঁর পাশে বসে আছেন উক্ত ছবিতে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করা স্বাতীলেখা সেনগুপ্ত।
এদিন সৌমিত্র চট্টোপাধ্যায় যখন আবৃত্তি করছিলেন তখন সেটার ভিডিয়ো করতে দেখা যায় বেলাশুরু ছবিতে থাকা তাঁর সহ-অভিনেতাদের। ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায় সকলেই ক্যামেরা তাক করে রেখেছেন বাঙালির ‘ফেলুদা’র দিকে। এক ব্যক্তি এই ভিডিয়ো দেখে নস্টালজিক হয়ে পড়েন। স্মৃতি হাতড়ে লেখেন, ‘এই দিন মাতারা এক্সপ্রেস যখন ব্যান্ডেলে দাঁড়িয়েছিল, আপনাদের দেখেছিলাম, প্রথম বগিতে ছিলেন। এই ছবি দেখে মনে পড়ল। বেলাশুরুর শ্যুটিং করে ফিরছিলেন। অফিস ফিরতি পথে সেই পরম পাওয়া! অমলিন সুন্দর সেই স্মৃতি।’ আরেকজন লেখেন, ‘আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা সহ প্রণাম জানাই। এই ছবিটি আমি দেখিনি কিন্তু সবার মুখে শোনার পর মনে হয়েছে বেলাশুরু আমার মা, বাবার গল্প।’