Travonews.in

জমে উঠেছে ‘শক্তিমান’ খ্যাত মুকেশ খান্না ও শত্রুঘ্ন সিনহার বাক যুদ্ধ

 

শত্রুঘ্ন সিনহা মানেই মানুষের মনে প্রথম জাগে ‘খামোশ’ শব্দটা। এই একটা শব্দেই তিনি পরিচির বলিউডে। তার কন্যা সোনাক্ষী নিজ গুণেই পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না শত্রুঘ্ন সিনহা ও তাঁর মেয়ে সোনাক্ষী সিনহাকে কটাক্ষ করেছন। আর তাই নিয়ে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। একে মেয়ে বিয়ে করেছে ভিন-ধর্মে, তারপর আবার রামায়ণ নিয়ে করা প্রশ্নের ভুল উত্তর। সবটা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না শত্রুঘ্ন সিনহা ও তাঁর মেয়ে সোনাক্ষী সিনহাকে কটাক্ষ করেছন। আর তাই নিয়ে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। নিজের ও বাবার বিরুদ্ধে করা কটাক্ষ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন সোনাক্ষী। কৌন বনেগা ক্রোড়পতি’- এর পুরানো এক এপিসোডে সোনাক্ষীকে ‘রামায়ণ’ থেকে একটা প্রশ্নের জিজ্ঞাসা করা হলে, তিনি তার সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। সেই ঘটনার উল্লেখ্য করে মুকেশে তাঁকে এবং তাঁর বাবাকে কটাক্ষ করেন। একটা কথা তো ঠিকই যে সে হিন্দু বলেই তাকে সমস্ত রামায়ন মুখস্ত রাখতে হবে, তা তো নয়।

মুকেশের সেই কথাক্ষের উত্তরে এবার মুখ খুললেন শত্রুঘ্ন। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুনছিলাম সোনাক্ষীর রামায়ণ নিয়ে কোনও এক প্রশ্নের উত্তর না দিতে পারা নিয়ে কারও কারও সমস্যা হয়েছে। কিন্তু প্রথমত এই ব্যক্তিকে? ‘রামায়ণ’ নিয়ে সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার তাঁর কী যোগ্যতা রয়েছে? এবং কে তাঁকে হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে নিযুক্ত করেছে?’ সব মিলিয়ে জমে উঠেছে বিতর্ক।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *