Travonews.in

What Did Aparna Say About The:আর্ট ফিল্ম ও কমারশিয়াল ফিল্মের সীমারেখা নিয়ে কি বললেন অপর্ণা

আর্ট ফিল্ম ও কমারশিয়াল ফিল্মের সীমারেখা নিয়ে কি বললেন অপর্ণা
আর্ট ফিল্ম ও কমারশিয়াল ফিল্মের সীমারেখা নিয়ে কি বললেন অপর্ণা

সামনেই প্রকাশ পাচ্ছে পরমব্রত পরিচালিত অপর্ণা সেন(Aparna Sen) ও অঞ্জন দত্ত(Anjan Dutta) অভিনীত এই রাত তোমার আমার। এদিন দুই অভিনেতাকে কাজ নিয়ে আড্ডা দিতে দেখা যায়। সেখানেই অপর্ণা সেন(Aparna Sen) বলেন, ‘বাণিজ্যিক ছবিতে যে অভিনয় করছিলাম সেই অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। সব সময় সবাইকে কেমন দেখতে, কেমন দেখাচ্ছে এটা নিয়ে ব্যতিব্যস্ত ছিল। আমি যখন উৎপল দত্তের (Utpal Dutta)প্রফেসর মামলকে অভিনয় করেছিলাম তখন এসব ভাবতাম না তো, মৃণাল কাকা (মৃণাল সেন)(Mrinal Sen) সহ আর যাঁরা যাঁরা এসেছিলেন সবাই ভালো বলেছিলেন। আমি তখন একবারও ভাবিনি যে কেমন দেখাচ্ছে। এখানে এসে প্রোফাইল(Profile) ভালো না, হাঁটা ভালো না। অসহায় লাগত, খারাপ লাগত। তিনি মনে করেন বাণিজ্যক ছবির লুকটাই(Look) প্রধান হয়ে উঠেছে, অভিনয়টা নয়।

আরও পড়ুন

 

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতায় আসছেন না শর্মিলা

 

মেনস্ট্রিম সিনেমা(Mainstream Cinema) নিয়ে তাঁর কোনো বিরক্তি নেই, কিন্তু তিনি নিজেকে মানাতে পারেন না। তিনি বলেন, ‘এখন যে মেনস্ট্রিম (Mainstream)হচ্ছে সেটা আলাদা আমাদের সময় যা ছিল সেটার থেকে। আমাদের সময় মেনস্ট্রিম (Mainstream) বড় এক রকম ছিল। রোম্যান্টিক(Romantic) নায়িকা মানেই ন্যাকা ন্যাকা, মুখ নিচু করে উপর দিকে তাকানো, এসব ব্যাপার। আমার খুব খারাপ লাগত। আমার ভালো লাগত কমেডি(Comedy) করতে, যেমন বসন্ত বিলাপ, ইত্যাদি। ওগুলোতে ন্যাকামি করলেও মজার করে করা যেত। আমার কমেডি(Comedy) করতে ভালো লাগে।’ অভিনয় থেকে পরিচালনায় মন। কিন্তু কেন? এই বিষয়ে অপর্ণা সেন(Aparna Sen) জানান, ‘অভিনয় করে আনন্দ পাচ্ছিলাম না। একটা ফ্রাস্ট্রেশন(Fastration) থেকে মনে হয়েছিল যে আর ভালো লাগছে না। মন ভরত না। তাই পরিচালনায় আসা। আর মনে হয় যে পরিচালক যদি কাজ জানে তবে অভিনয় করব।’ প্রসঙ্গত আগামী ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই রাত তোমার আমার। এখন দেখার সেই ছবি কেমন হবে।

#কমেডি #অপর্ণা সেন #অঞ্জন দত্ত #রোম্যান্টিক

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ