Travonews.in

Tiku Talsania’s condition is now stable:টিকু তালসানিয়ার অবস্থা এখন স্থিতিশীল

টিকু তালসানিয়ার অবস্থা এখন স্থিতিশীল
টিকু তালসানিয়ার অবস্থা এখন স্থিতিশীল

হিন্দি কমিডির(Hindi Comedy) জগতের বড়ো নক্ষত্র অভিনেতা টিকু। তাঁর বয়স ৭০ বছর। কিন্তু খবরে প্রকাশ, ম্যাসিভ হার্ট-এটাকের(Massive Heart-Attack) পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আচমকাই খবর মেলে ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া। তবে পরে জানা যায়, হৃদরোগ নয় ব্রেন স্ট্রোকে(Brain Stroke) আক্রান্ত হয়েছেন অভিনেতা টিকু তালসানিয়া। সংবাদমাধ্যমকে এই খবর জানায় অভিনেতার স্ত্রী। অভিনেতার মেয়ে শিখা তালসানিয়া জানাচ্ছেন, ‘সবার প্রার্থনায় বাবা এখন অনেকটাই সুস্থ। আপনাদের সকলের প্রার্থনা ও উদ্বেগের জন্য আপনাদের সকলের ধন্যবাদ। এটা আমাদের সকলের জন্য একটা আবেগপূর্ণ সময় ছিল। তবে আমরা আপনাদের সকলকে এই খবর জানাতে পেরে খুশি যে বাবা এখন অনেক ভাল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।’ আমরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

তাঁর কন্যা আরও বলেন,’আমরা কোকিলাবেনের হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের কাছে কৃতজ্ঞ তাঁরা যা করেছেন সেই সবকিছুর জন্য হাসপাতাল এবং বাবার অনুরাগীদের কাছে কৃতজ্ঞ।’ এদিকে জানা যাচ্ছে, অসুস্থ হওয়ার আগে রেশমি দেশাই(Reshmi Desai)-এর একটা গুজরাটি ছবির প্রিমিয়ারে(Premier) হাজির হয়েছিলেন টিকু তালসানিয়া। ছবির নাম ‘মম তানে নেয় সমজায়’। সেই প্রিমিয়ারে টিকুর ছবি ও ভিডিয়ো(Video) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) ঘুরছে। জানা যাচ্ছে সেখানে থাকাকালীনই বুকে ব্যাথা ও সঙ্গে অস্বস্তি শুরু হয় অভিনেতার। এরপর তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান টিকুর ব্রেন স্ট্রোকে আক্রান্ত। এমন খবরে রেশমি জানিয়েছিলেন এই খবরে তিনি স্তম্ভিত।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ