Travonews.in

অবশেষে সামনে এলো ‘খাদান’ এর এক ঝলক

 

যাকে সিনেমার পরিভাষায় বলে টিজার শো। ১৮ তারিখ প্রকাশিত হলো খাদান সিনেমার টিজার শো। কেমন হতে চলেছে দেব-যিশু জুটির এই ছবি? ছবি মুক্তির ৪৮ ঘণ্টা আগে মিলল তারই আভাস। বিস্তীর্ণ কয়লা খানি এলাকার জীবনের গল্প নিয়ে তৈরী খাদান। দেব ও যীশু একদিন রংদেহী রূপ। মারপিট এক প্রস্থ শেষ হয়েই দেবের সংলাপ -‘যা যা বলে দে, তোর বাপ এসেছে…।’ এরই মাঝে ‘ক্ষুদার্ধ বাঘ আর শ্যাম মাহাত-র রাগ-এই দুইয়ের সামনে আসতে নাই’, এই দুই থেকে দূরে থাকার সাবধানবাণী শোনালেন ‘মোহন’ যিশু। আবার একইসঙ্গে ট্রেলারে আভাস মিলল শ্যাম মাহাত ও মোহনের বন্ধুত্বের। রয়েছে দেব-ইধিকার দারুণ একটা রোম্যান্স। তবে সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে অ্যাকশন। সম্পূর্ণ অ্যাকশন নির্ভর ছবি।
‘খাদান’ এর ট্রেলার শেয়ার করে দেব লিখেছেন, ‘সাপ কাটলে মানুষ মরে, লোভ সেই সাপের মনি। শাক দিয়ে ঢাকছো মাছ, বলবে কথা কয়লা খনি।’ এখন দেখার ২০ তারিখ শেষ পর্যন্ত আমরা কি পাই।

টেলার দেখে ভক্তরা খুবই উদ্বেলিত। এসে চলেছে প্রচুর মন্তব্য। একজন লিখেছেন, অসাধারণ! গায়ে কাঁটা দিল…সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং টপনোচ..সুরসোর্ট ব্লকবাস্টার!..কেউ পারলে আটকে দেখা!’ কারোর মন্তব্য শেষের অংশটি ‘জাস্ট অস্থির’। কারোর মন্তব্য, ‘এভাবে ফিরে আসা যায়…’। কেউ বলেছেন, ‘শিরায় শিরায় রক্ত, গুরুদেবের ভক্ত’। আরও একজন লিখেছেন, ‘কথায় আছে, এটা তো শুধু Trailer ছিল,আসল film এখনও বাকি আছে’। এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে। সন্তান’-এর পরিচালক রাজ চক্রবর্তী দেবের ‘খাদান’কে প্রকাশ্যে আক্রমণ করে বসলে বিতর্ক দানা বাঁধে। যদিও এক্ষেত্রে দেবের হয়েই ঢাল ধরেছেন টলিপাড়ার অনেকেই। তবে কিছু লোকজন বলছেন, যে যাই বলুক না কেন, আসল লড়াই জমবে সিনেমাহলে। তবে নাগরিক মহল মনে করছে, দেব ও রাজের এই বিতর্ক একদম ‘গট আপ’ কেস। মার্কেট ভ্যালু বাড়ানো চেষ্টা মাত্র।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *