বিনোদন জগতের মানুষদের তুলে ধরা অথবা ফেলে দেওয়া – এই সবটাই অনেকটা নির্ভর করে সমাজ মাধ্যমের দর্শকদের উপর। তাই শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর নিউজ ও ছবি পোষ্ট করেন। ভক্তদের প্রশ্নর উত্তর দেন। এভাবেই বেড়ে চলে ভক্তবৃন্দ আর নিজেদের পকেটের টাকা। কিন্তু কাঞ্চন মল্লিক সহ আরও অনেক শিল্পীর সমাজ মাধ্যমে দর্শকদের ‘নো এন্ট্রি’ -কমেন্ট বক্স বন্ধ। এর পিছনে অন্যতম কারণ দর্শকদের আক্রমন ও খারাপ মন্তব্য। যেমন ২০২৪ সালে সমাজমাধ্য়মের পাতায় জঘন্য ভাবে আক্রমণ করা হয়েছিল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। বিয়ের পর থেকেই দর্শকের নিশানায় তাঁরা। শ্রীয়মীকে বিয়ে করার পর থেকেই নোংরা মন্তব্যও শুনতে হয়েছে তাঁদের। তবে এখন অবশ্য কাঞ্চন-শ্রীময়ীর সমাজমাধ্যমের পাতায় জনগণের ‘নো-এন্ট্রি’। কেউ চাইলেই নিজেদের মত দিতে পারবেন না। শুধু কাঞ্চন-শ্রীময়ী নন সেই তালিকায় রয়েছেন পরিচালক অরিন্দম শীল থেকে অপরাজিতা আঢ্য-সহ অনেকেই। কমেন্ট সেকশন বন্ধ করে রাখা কি তাঁদের মানসিক শান্তি দিয়েছে? এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্ক আছে। অনেকেই মনে করেন সত্যের মুখোমুখি হওয়ার সাহস এদের নেই।
এই প্রসঙ্গে কাঞ্চন বলেন -“আমি কাউকে কোনও উত্তর দেব না। আমার পছন্দের ছবি পোস্ট করতে গেলে কেন বার বার ভাবতে হবে। কেন অন্যের কথা সহ্য করতে হবে। লোকের কথা শুনব না। তাই কমেন্ট সেকশন বন্ধ রেখেছি।” আবার অপরাজিতা আঢ্যর কথায় -“শুধু কি শারীরিক ধর্ষণটাই ধর্ষণ? মানুষ সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে এসে যে এত নোংরা কথা বলে যায়, মুখে-মুখে শারীরিক নির্যাতনের কথা বলে যান, সেটা কি মানসিক ধর্ষণ নয়? বাধ্য হয়ে এখন অনেকেই কমেন্ট বক্স বন্ধ করে রাখেন। ”