২০২৪ সালে আমরা হারিয়েছি অনেক গুণী, শিল্পী ও কলা-কুশলিদের। আর ২০২৫ সালের শুরুতেই হারালাম মহান কবি, চলচ্চিত্র প্রযোজক এবং লেখক প্রীতিশ নন্দীকে। প্রীতিশ নন্দীর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া। ৮ জানুয়ারি, এই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অনুপম খের লিখেছেন, “আমার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন প্রীতিশ নন্দীর প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত এবং স্তম্ভিত। তিনি ছিলেন অসাধারণ কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং সাহসী সম্পাদক/সাংবাদিক। আমার জীবনের প্রাথমিক দিনগুলোতে তিনি আমার জন্য বড় সমর্থন এবং শক্তির উৎস ছিলেন। আমরা অনেক কিছু একসঙ্গে ভাগ করে নিয়েছি।”এমন একজন সৃজনশীল মানুষকে হারিয়ে গভীর দুঃখের ছায়া বলিউডে।
শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাঁর যাতায়াত ছিল অবলীলায়। প্রীতিশ নন্দী ছিলেন একাধারে কবি, লেখক, সাংবাদিক, চলচ্চিত্র প্রযোজক এবং সম্পাদক। ১৯৫১ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তার সাংবাদিকতার মাধ্যমে তিনি সমাজের বাস্তব চিত্র উন্মোচন করেছিলেন। তিনি ভারতের বিখ্যাত ম্যাগাজিন ‘দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া’-এর সম্পাদক ছিলেন। তার সাহসী এবং খোলামেলা চিন্তাভাবনার জন্য তিনি সুপরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।