Travonews.in

‘নীলাঞ্জনা’ বিতর্কে সিধু ও নচিকেতা

 

বাংলা জীবনমুখী গানের প্রথম যুগের অন্যতম শিল্পী নচিকেতা। আর নচিকেতার সংগীত সৃষ্টির মধ্যে অন্যতম হলো -‘নীলাঞ্জনা।’ নচিকেতার উপর ‘টুকে’ নীলাঞ্জনা বানানোর অভিযোগ তুলেছেন সিধু সম্প্রতি এক পডকাস্টে। আর তা সামনে আসার পর থেকেই রীতিমতো হইচই চারদিকে। অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়ের পডকাস্ট শোতে এসে সিধু বলেন, নচিকেতার অনেক গানই ‘অনুপ্রাণিত’। তিনি জানান, ‘দুই-একটার বেশিই হবে, রাজশ্রী যেমন অনুপ্রাণিত। নীলাঞ্জনা (১), বাংলাদেশী ব্যান্ড ফিডব্যাক-এর ‘দিন যায় দিন চলে যায়’-এর দ্বারা অনুপ্রাণিত। একটা মানুষের জীবনের সবথেকে বড় হিট বাংলাদেশী গানের থেকে অনুপ্রাণিত।’ এই অনুপ্রাণিত বলতে সিধু আসলে ‘টুকে’ বোঝাতে চেয়েছেন। আর এখন থেকেই শুরু বিতর্কের। এরপর সিধু আরও বলতে থাকেন, ‘নীলাঞ্জনা (৩)-ও তাই। একটি স্প্যানিশ গানের অনুকরণে বানানো।’

এবার সেই নীলাঞ্জনা নিয়েই কথা বললেন নচিকেতা। গায়ক জানালেন, একটা সুর থেকে অনুপ্রাণিত নীলাঞ্জনা গানটি। একটা প্রগ্রেশন থেকে অনুপ্রাণিত। ডা-রা-রা-ডা-রা-রা-র অংশটা। সেটা ওয়েস্টার্ন মিউজিকের একটা প্রগ্রেশন বলেই দাবি করলেন নচিকেতা। এমনকী, জানালেন বাংলাদেশের ব্যান্ড ফিডব্যাকও সেখান থেকেই নিয়েছে। তবে মেনে নেন যে, বাংলাদেশের ব্যন্ডটি তাঁর আগে সেটা নিয়েছে। নচিকেতা বললেন, ‘আমার আগে ওরা ওটা নিয়েছিল। ওটা বহু মানুষ ব্যবহার করেছে। প্রীতমও ওটা ব্যবহার করেছে। নীলাঞ্জনা আমার জীবনের অনুপ্রেরণা।’ সঙ্গে মেনে নেন বরং, রাজশ্রী গানটি মিশরীয় একটি গানের থেকে নিয়েছেন তিনি। আর সেটি করেন এইচএমভির নির্দেশে। তাঁর অনুপ্রাণিত গানের তালিকায় নীলাঞ্জনা ৩ আছে বলেও মেনে নিলেন।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ