Travonews.in

বাংলা ছবিতে এবার আসছে ‘হাঁটি হাঁটি পাপা’

 

এ বছর শেষে বাংলা ছবি বিরাট বাজার দখল করে নিয়েছে খাদান আর সন্তান। তবে ২০২৫ আসছে কয়েকটা ভালো বাজেটের বাংলা ছবি।
হ্যাঁ,, রুক্মিণী মৈত্র সদ্য পরিচালক অর্ণব মিদ্যা-র এই নতুন ছবির প্রথম অংশের শ্যুটিং শেষ করেছেন। আর এই ছবিতে রুক্মিণীর বাবার ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন চিরঞ্জিৎ ও রুক্মিণী। গত ১১ ডিসেম্বর সামনে এসেছিল ছবির প্রথম পোস্টার। সেখানে হাত ধরে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল পর্দার এই বাবা-মেয়ে জুটিকে। এই ছবি যে আলোড়ন ফেলবে তাতে কোনো সন্দেহ নেই।

অভিনেত্রী রুক্মিণী সম্পর্কে দর্শক যথেষ্ট অনুভূতিশীল। সেই রুক্মণীর X হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাচ্ছে চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে তাঁর একটুকরো হাসিখুশি ছবি। যেখানে অভিনেত্রীকে স্নেহে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে রুক্মিণী লেখেন, ‘হাঁটি হাঁটি পা পা-এর প্রথম শিডিউল শেষ হল।’ এর আগে অর্ণব মিদ্যা-র এই ছবিতে কাজ করা প্রসঙ্গে রুক্মিণী বলেছিলেন, ‘হাঁটি হাঁটি পাপা’র গল্প যখন শুনি তখন কেন জানি না, গল্পটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে যায়, তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা, কাঁটাছেঁড়ার পর আজ আমার সত্যিই খুব ভালো লাগছে যে দর্শকদের আমরা এইরকম একটা ছবি উপহার দিতে চলেছি।’ মনে করা হচ্ছে, ২০২৫ এই ছবি নতুন রেকর্ড তৈরী করবে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ