Travonews.in

ছোট বেলায় শুভশ্রীর নামে বহু অভিযোগ জমা পড়তো তার বাবার কাছে

 

হ্যাঁ, আমরা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথা বলছি। তিনি যেমন একজন সফল নায়িকা তেমনই এই মুহূর্তে তিনি বারাকপুরের বিধায়কের স্ত্রী। তার নামে এক সময় বহু অভিযোগ শুনতে হয়েছিল তার বাবাকে। অথচ এখন তাঁর ঝুলিতে এখন একগুচ্ছ কাজ। একের পর এক সিনেমা এবং ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তাঁকে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সন্তান’। কিন্তু জানেন কি এক সময় নায়িকার বাবাকেই ডেকে পাঠানো হয়েছিল পার্টি অফিস থেকে? কী এমন করেছিলেন অভিনেত্রী যে তাঁর বাবাকে এমন এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। এটা বহু বছর আগের কথা। নায়িকা তখন ছোট। তিনি তখন থাকতেন বর্ধমানে। সেখানেই ঘটিয়েছিলেন ঘটনা। বিষয়টা যেহেতু ছোট বেলার তাই হেসে উড়িয়ে দেওয়া যেতে পারে।

নায়িকা নিজেই কিন্তু সেই সব দিনের কথা জানিয়েছেন। ছোটবেলা থেকেই তিনি নাকি খুব ডানপিটে। মারামারিও করতেন। তেমনই একদিন পার্টি অফিস থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। এই গল্প নিজেই বলেছিলেন শুভশ্রী। বেশ কিছু বছর আগে অভিনেত্রী অতিথি হিসাবে এসেছিলেন ‘অপুর সংসার’রিয়্যালিটি শোয়ে। যেখানে তাঁকে ছোটবেলার কথা বলা হয়। তিনি বলেন , “হ্যাঁ ছোটবেলায় আমি একটু মারামারি করতাম। বাবার কাছে পার্টি অফিস থেকে অভিযোগ জানানো হয়েছিল যে দেবু তোর ছোট ছেলে কিন্তু খুব মস্তানি করছে। রাস্তার মোড়ে একটা ছেলেকে খুব মেরেছিলাম।” এ কথা বলেই হাসতে শুরু করেন নায়িকা।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ