Travonews.in

মাত্র ১৭ দিনেই বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ছাবা’

 

বিনোদন জগতের নতুন মাইলস্টোন তৈরির পথে ‘ছাবা’। ছাবা যেন অপ্রতিরোধ্য! তৃতীয় সপ্তাহেও দুর্দমনীয় গতিতে ছুটে চলেছে ভিকি কৌশল অভিনীত এই ছবি। মাত্র ১৭ দিনেই বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। পকেটে ঢুকছে প্রচুর সিলভার কয়েন। ১৭ তম দিনে ভারতের বাইরে ছাবা ছবিটি বক্স অফিসে ২ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে ভারতের বাইরে এই ছবিটি এখনও অবধি ৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। আর ভারতীয় বক্স অফিসের আয়ের সঙ্গে এই আয় মিলিয়ে অর্থাৎ বিশ্বজুড়ে ১৭ দিনে ভিকি কৌশলের ছাবা ৬২৫ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। বোঝাই যাচ্ছে, মানুষ এখন ছাবা প্রেমে পাগল।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২৫ সালের এখনও পর্যন্ত প্রথম ছবি এটি যেটা দ্রুত গতিতে ৬০০ কোটির গণ্ডি টপকে গেল। ১৭ তম দিনে অর্থাৎ মুক্তির পর তৃতীয় রবিবার, ভারত নিউজিল্যান্ডের ম্যাচের মাঝেও ছাবা বক্স অফিসে ২৪ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় দেশে ৪৫৯ কোটি ৫৯ লাখ টাকায় দাঁড়িয়ে আছে। প্রথম সপ্তাহে ছাবা দেশের বাজারে ২১৯ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যাটা কিছু কমে দাঁড়ায় ১৮০ কোটি ২৫ লাখ টাকায়। তৃতীয় শুক্রবার ১৩ কোটি টাকা আয় করেছে ভিকির ছবি। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২২ কোটি টাকা।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ