Travonews.in

মহাকুম্ভতে স্নানের অভিজ্ঞতার শিকার হলেন স্বয়ং ক্যাটরিনা কাইফও

 

একটা যুগ পরে মহাকুম্ভর শাহী স্নান স্মরণীয় হয়ে রইলো ভারতবাসীর কাছে। সংবাদে প্রকাশ ৬৫ কোটি মানুষ শাহী স্নান করেছেন মহাকুম্ভতে। এটা নাকি পাপ থেকে পুণ্যের জগতে যাওয়ার অন্যতম রাস্তা। বিনোদন জগতে অধিকাংশ মানুষ স্নান সেরেছেন গত দেড় মাসের। গত
২৬ ফেব্রুয়ারি সমাপ্ত হয়েছে মহাকুম্ভ উৎসব। দীর্ঘ দেড় মাস ধরে চলা মহাকুম্ভে জমায়েত হয়েছিলেন প্রায় ৬৫ কোটির বেশি মানুষ। যদিও মহাকুম্ভ ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কথাও শোনা গিয়েছিল, যার মধ্যে অন্যতম হল সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া কুম্ভের জলে মহিলাদের স্নানের ভিডিয়ো। তেমনই একটি অভিজ্ঞতার শিকার হলেন স্বয়ং ক্যাটরিনা কাইফও। মহাকুম্ভের শেষ লগ্নে প্রয়াগরাজ পৌছেছিলেন ক্যাটরিনা কাইফ। ওই একই সময় সেখানে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডনও। প্রয়াগরাজে থাকাকালীন দুই অভিনেত্রীর দেখাও হয়েছিল। তবে সঙ্গমে স্নান করার সময় ক্যাটরিনাকে যেভাবে স্বল্পবাস পরিহিত ব্যক্তিরা ঘিরে ধরেছিলেন, তাতে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন রবিনা। মুহূর্তে সেই ছবি ভাইরাল হয় সারা দেশে। এটাও কি পুণ্য অর্জনের অংশ? এই প্রশ্ন পর্যন্ত উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দুই তরুণ কুম্ভের জলে স্নান করার সময় ভিডিয়ো করছেন। তবে এ যে সে ভিডিয়ো নয়, ভিডিয়ো চলাকালীন সেখানে স্নান করতে দেখা যায় ক্যাটরিনাকে। উন্মুক্ত শরীরে নিজেদের ফ্রেমবন্দি করতে করতে ওই দুই তরুণকে বলতে শোনা যায়, এই যে আমি, এই যে আমার ভাই, আর এই হলেন ক্যাটরিনা কাইফ। দুই তরুনের পোস্ট করা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রেগে ফেটে পড়েন ক্যাটরিনার অনুরাগীরা। কটাক্ষের সুর শোনা যায় রবিনা ট্যান্ডনের গলায়। এভাবেই সাক্ষী থাকলো শেষের কুম্ভস্নান।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ