বড়দিনে টলিউডের অন্যতম সেরা সুপারস্টারের (Superstar) জন্মদিন। ভক্তদের সমাগম তো হতেই পারে! মায়ানগরীর মন্নতের (Manatt) সিংহদ্বারের ছবি এবার কলকাতার ‘দেবনগরী’তে। বক্স অফিসে (Box Office) সাফল্যের সঙ্গে বাংলা সিনেমার পুনর্জন্ম ঘটিয়ে দেব এখন টলিউডের (Tollywood) ‘রাজা’। আর সেই রাজা নিজের বাড়ির সামনে বুধবার জমায়েত হয়েছে, কারণ দিনটি বিশেষ—দেবের জন্মদিন (Dev Birthday)।
প্রতিবছর বড়দিনে দেবের দিন, কিন্তু এই বছর সেলিব্রেশন (Celebration) আরও বড়। বুধবার, তিনি ৪২-এ পা রাখলেন। গত বছরের ব্লকবাস্টার (Blockbuster) ‘খাদান’ ছবির সাফল্যে তার জন্মদিনের উৎসব দ্বিগুণ। সিনেমার মেকিং নিয়ে যতই আলোচনা থাকুক, শত্রুদের মুখে ছাই দিয়ে রিলিজের মাত্র চারদিনেই ‘খাদান’ টলিউড বক্স অফিসে চার কোটি ছুঁয়ে ফেলেছে। এই ছবির সাফল্যের মাঝেই, দেবকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। কেউ ফুল হাতে, কেউ প্ল্যাকার্ড নিয়ে গলা ফাটিয়ে স্লোগান (Slogan) তুলছেন—”শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত…”
সম্প্রতি ঋত্বিক চক্রবর্তী দেবের অনুরাগীদের নিয়ে ট্রোল (Troll) করেছিলেন, কিন্তু টলিউড সুপারস্টার (Tollywood Superstar) এসব নিয়ে মাথা ঘামাননি। তিনি নজর রেখেছেন তার সিনেমার বক্স অফিসের সাফল্যেই। জন্মদিনের দিনে ‘খাদান’ দিয়ে দেব তার সিনেমার ক্যারিয়ারে নতুন রেকর্ড (Record) তৈরি করেছেন। ‘খাদান’ ছবিটি সবচেয়ে দ্রুত এক কোটির মাইলস্টোন পার করা ছবি, যা দেব নিজেই সৃষ্টি করেছেন। টলিউডে সর্বাধিক আয় করা ছবির রেকর্ডও তার। ‘খাদান’ দিয়ে সেই তালিকায় আরও একটি নতুন মাইলস্টোন (Milestone) যোগ করেছেন তিনি। সূত্রের খবর, পাঁচ দিনে ছবিটি পাঁচ কোটির আয় ছুঁয়েছে। এবং তাই ভক্তরা বলছেন, “জন্মদিনে দেব বক্স অফিস ভেঙে দিলেন।” সকালে বাড়িতে জন্মদিন উদযাপন করার পর, সন্ধ্যায় দেবকে দেখা গেছে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর অফিসে (SVF Office)।
#DevBirthdayCelebration #DevBoxOfficeHit #DevFansCelebrate #KhadaanBoxOffice