General News

বার্নপুর ধেনুয়া গ্রামের ‘আগমনী’ দুর্গাপুজো শুরু ও শেষ মহালয়াতেই

বিষয়টা খুব অবাক করার হলেও এভাবেই পুজো চলে আসছে বছরের পর বছর ধরে। হীরাপুরের ধেনুয়া গ্রামে আগমনী দুর্গা পুজো শুরু হয়ে যায় দেবীপক্ষে। দামোদরের নদীর তিরে ধেনুয়া গ্রামে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। বুধবার ভোর থেকে শুরু হল দুর্গা পুজো। তার আগে একই মন্দিরে রাতে অমাবস্যায় কালী পুজো হয়। তারপর আগমনী দুর্গার আবাহন। একদিনেই সপ্তমী অষ্টমী ও নবমী। এই আশ্রমের প্রতিষ্ঠাতা ও সেবাইত ছিলেন জ্যোতিন মহারাজ। তাঁর গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো চালু করেছিলেন। বছর সাতেক আগে সেবাইত জ্যোতিন মহারাজও অবশ্য মারা যান। এখন পুজো চালাচ্ছেন গ্রামের মানুষজন। কেন এমন অভিনব নিয়ম, তা নিয়ে আমরা গিয়েছিলেম সেই আশ্রমে।

বার্নপুর ধেনুয়া গ্রামের ‘আগমনী’ দুর্গাপুজো শুরু ও শেষ মহালয়াতেই Read More »

স্কটল্যান্ডের এডিনবরার বাঙালিরা ভোলেনি তিলোত্তমাকে

বাঙালির দুর্গাপুজো বহু বছর আগেই রাজ্য ও দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। যেখানেই বাঙলি আছে, সেখানেই দুর্গাপুজো আছে। ১০ বছর আগে আবেগকে সঙ্গী করেই এডিনবরায় দুর্গা পূজার সূচনা হয়। প্রথমে দুর্গা প্রতিমা নিয়ে আসা, ঢাকের তালে নাচ, সুস্বাদু খাবার আর সবার চোখে-মুখে আনন্দ। প্রতি বছর যেব এক ম্যাজিকের সাক্ষী থাকে এই পুজো। সুদূর এডিনবরা শহরে বলে কার-ই বা মনে থাকে কবে মহালয়া? প্রবাসীরা গুলিয়ে ফেলেন দিনগুলো। তবে বাঙালি যেখানেই থাকুক, ঠিক মন পড়ে থাকে ওই কয়েকটা দিনের দিকে। প্রতিবারের মতো এবারও প্রবাস আর পুজো একাত্ম হয়ে গিয়েছে। কলকাতার রাজপথে যে প্রতিবাদের আঁচ পাওয়া যাচ্ছে, বিশ্বের আর এক প্রান্তে থেকে সেটাও ভুলছে না বাঙালি। সেই বিষাদ থেকে যাচ্ছে স্কট ল্যান্ডের পুজোতেও।

স্কটল্যান্ডের এডিনবরার বাঙালিরা ভোলেনি তিলোত্তমাকে Read More »

লেবাননে তীব্র আক্রমন ইসরাইলের – মৃত অন্তত ৬ জন

ইসরাইল একাধারে ইরান ও অন্যদিকে লেবাননের উপর তীব্র আক্রমন চালিয়ে যাচ্ছে। গত ১৮ বছরে এই প্রথমবার মধ্য বেইরুটে বোমাবর্ষণ করল ইজরায়েলি ফৌজ। হামলায় সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। এমনটাই জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লাকে খতম করতে লেবাননে আক্রমণ শানাচ্ছে ইজরায়েল। কিন্তু গত কয়েকদিন সেই আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তেল আভিভ। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। হেজবোল্লার সদস্যদের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও। নিহত হয়েছেন হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা। ধোঁয়ায় ঢেকেছে লেবাননের রাজধানী বেইরুটের আকাশও। আমেরিকা ও গ্রেট ব্রিটানের মদতপুষ্ট ইসরাইল সম্পূর্ণ বেপরোয়া। প্রায় কোনো যুদ্ধ নীতি না মেনে ইসরাইল আক্রমন করে চলেছে। ২০০৬ সালের পর এই প্রথমবার বুধবার সেখানে আঘাত হেনেছে তারা। বেইরুটের এই অঞ্চলে প্রচুর মানুষের বাস। এছাড়া গোটা লেবানন জুড়ে এদিন ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৬ জন। আহত বহু। মৃতদের মধ্যে রয়েছেন আমেরিকার এক নাগরিকও। এই ঘটনায় শোকপ্রকাশ করে মার্কিন বিদেশ দপ্তর বিবৃতি দিয়ে জানায়, ‘ইজরায়েলি হামলায় লেবাননে প্রাণ গিয়েছে আমাদের এক নাগরিকের। তিনি আমেরিকার মিশিগান প্রদেশের দিয়ারবোর্নের বাসিন্দা ছিলেন।’ এদিকে আইডিএফ বিবৃতি দিয়ে জানিয়েছে, হেজবোল্লার সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন ৮ সৈনিক। ফলে ইহুদি দেশটিকে পালটা মার দিচ্ছে শিয়া জঙ্গিগোষ্ঠীটিও। এই সংঘর্ষে ইতিমধ্যে লেবাননে মৃতের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে।

লেবাননে তীব্র আক্রমন ইসরাইলের – মৃত অন্তত ৬ জন Read More »

বাংলাদেশ কি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে?

সরকারিভাবে তেমন কোনো ঘোষণা না হলেও এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের অন্তরবর্তী সরকারের এক সিদ্ধান্তে। ভারত-বাংলাদেশের সম্পর্কে নয়া মোড়। হাই কমিশনার সহ ভারতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের  দেশে ফিরে আসার নির্দেশ দিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, ভারতে থাকা পাঁচ রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইতিমধ্যে সে দেশের বিতর্কিত লেখিকা তসলিমা নারসিন বলছেন, বাংলাদেশের ক্ষমতা চলে গেছে ভারত বিরোধী পাকিস্তানপন্থীদের হাতে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত এই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজ়ুর রহমানের আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা। তার আগেই তাঁকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হল। ২০২২ সালে তাঁকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়। সূত্র মারফত খবর, শুধু ভারত নয়, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ব্রাসেলস, ক্যানবেরা, লিসবনের রাষ্ট্রদূতদেরও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। এমনকী, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। এর আগে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকেও ফিরে আসার নির্দেশ দিয়েছিল। এখন বাংলাদেশের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ভারত।

বাংলাদেশ কি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে? Read More »

কাঁকুড়গাছি সি আই টি বিল্ডিং রেসিডেন্স ওয়েলফেয়ার সোসাইটির এ বছর পুজোর থিম – ‘সৃষ্টিসুখ’

উত্তর কলকাতার একটা অন্যতম পুজো কাঁকুড়গাছি সি আই টি বিল্ডিংয়ের পুজো। এ বছর তাদের পুজোর ৬৩ তম বর্ষ। পুজো কমিটির সম্পাদক শৌভিক দাস বলেন, তাদের ৬৩ তম বর্ষের থিম – ‘সৃষ্টিসুখ’। তিনি বিশ্বাস করেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আরও মানুষের ঢল নামবে তাদের পুজো মন্ডপে। তিনি আরও বলেন, আন্দোলন যেমন চলবে তেমনই চলে উৎসব। এই দুটোকে নিয়েই তো আমাদের চলতে হবে। তিনি বলেন, তাদের থিম সৃজনে আছেন সংবর্ধ জানা, প্রতিমা শিল্পী মিন্টু পাল। সংবর্ধ জানা বলেন, যেকোনো সৃষ্টির প্রথমে থাকে খুবই যন্ত্রনা। সেই যন্ত্রণার পথ অতিক্রম করেই শেষে পাওয়া যায় সুখ। এই বিষয়ে তিনি বলেন, কুমাটুলি বা যেকোনো মৃৎশিল্পী অক্লান্ত পরিশ্রম করে একটা অনুপম মাতৃমূর্তি তৈরী করে। সেই জার্নিটাই আমরা বোঝাতে চেয়েছি। প্রথমে কাঠামো তৈরী, পরে আস্তে আস্তে মাটির প্রলেপ যুক্ত হয় আর শেষে রং ও একদম শেষে চক্ষুদান। এই সবটা মিলিয়ে একটা বিরাট পথ অতিক্রম করতে হয়। সেই পথের নামই সৃষ্টিসুখ।

কাঁকুড়গাছি সি আই টি বিল্ডিং রেসিডেন্স ওয়েলফেয়ার সোসাইটির এ বছর পুজোর থিম – ‘সৃষ্টিসুখ’ Read More »

বাগুইআটি নির্ভিক সংঘের এ বছরের থিম – ‘স্বপ্নকৃতি’

বাগুইআটি নির্ভিক সংঘের পুজো এ বছর ৫৪ তম বর্ষে পা দিয়েছে। গত ৪/৫ বছর ধরে তারা থিম পুজোর দিকে ঝুঁকেছেন। পুজো কমিটির পক্ষ থেকে কৌশিক ব্যানার্জী ও তন্ময় রায় বলেন, তাদের পুজোতে প্রতি বছর কিছু না কিছু অভিনব ব্যবস্থা থাকে। তাই মানুষ তাদের পুজো মন্ডপে আসেন। এ বছরও তারা আশা করেন অনেক মানুষের ভিড় হবে। তাঁরা বলেন, সাবেকিয়ানার পুজোই হোক আর থিম পুজোই হোক, আসল কথা ‘মা দুর্গা’! মায়ের আবেগই শেষ কথা। তারা জানান, এবছর রাজ্যের পরিস্থিতি একটু অন্যরকম। তাই তারা সকলের কাছে শান্তির বার্তা দিতে চান। থিম শিল্পী বলেন, স্বপ্নিল চক্রবর্তীর একটা কবিতা থেকেই তারা নিয়েছেন তাদের এ বছরের থিম – ‘স্বপ্নকৃতি’। তিনি ব্যাখ্যা করো বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই থাকে প্রেম, ভালোবাসা। কোনো প্রেম টিকে যায় আবার কোনো প্রেম ভেঙে যায়। কিন্তু প্রেমটা চিরন্তন। সেই প্রেমের বার্তায় তারা এখানে দিতে চেয়েছি। তিনি বলেন, প্রেমের তিনটি ধাপ – প্রেম শুরু, প্রেম চলা ও শেষে হয় প্রেম স্থায়ী হওয়া বা ভাঙে যাওয়া। থিম শিল্পী বলেন, এই তিনটে ধাপকেই তারা প্রতিমা ও মন্ডপ সজ্জার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। প্রতিমার মধ্যেই সেই আভাস তারা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আশাবাদী যে তাদের পুজো মানুষের মন জয় করবে।

বাগুইআটি নির্ভিক সংঘের এ বছরের থিম – ‘স্বপ্নকৃতি’ Read More »

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের। হাতি মৃত্যু ঘটনায় চঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের বেলিয়াবেড়া থানার মহাপাল এলাকার সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায়। জানা গিয়েছে, ভোররাতে একটি হাতির দল ঝাড়গ্রামে নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মহাপালের দিকে আসছিল, আর সেই সময় নদী পেরোতে গিয়েই ওই দল হাতির সাথে থাকা একটি হস্তি শাবক (হাতির বাচ্চা) না পার হতে পেরে জলে ডুবে মৃত্যু হয়। স্থানীয়রা জানাচ্ছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই নদীর জল বেড়ে ছিল আর এর ফলে নদী পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়। দুপুর বেলায় স্থানীয়রা হস্তি শাবক টিকে দেখতে পান। খবর দেওয়া হয় বনদপ্তর কে। ঘটনাস্থলে বনদপ্তর এসে উদ্ধার করে বাচ্চা হাতিটিকে।

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের Read More »

গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের!

গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের। আহত বেশ কয়েকজন জন প্রতিনিধি। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতর। জন প্রতিনিধিদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবীতে মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ বিজেপির জন প্রতিনিধিদের। ২ অক্টোবর বিজেপি পরিচালিত বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিলো। অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা গ্রাম পঞ্চায়েতে সচিবের রুম থেকে বিজেপির জন প্রতিনিধিদের মারতে মারতে বাইরে বের করে নিয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতে হয়েছে,তাদের কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ করে এবং বি ডি ও কে লিখিত অভিযোগ জানায় বিজেপির জন প্রতিনিধিরা। তাদের বক্তব্য, আমরা মানুষের ভোটে জিতে এসেছি। আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাতে চাই। শাসকদলের লোকেরা আমাদের মারধর করেছে, আমাদের নিরাপত্তা নেই। নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিউলি দাস জানান,বিষয়টি আমার জানা নেই, তবে ব্লকে এসে বিজেপির জন প্রতিনিধিরা বিক্ষোভ দেখাচ্ছে। তাছাড়া ওটা গ্রাম পঞ্চায়েতের বিষয়। মহিষাদল ব্লকের বি ডি ও বরুনাশীষ সরকার বলেন, ঘটনা শুনেছি তবে সেভাবে বেশ কেউ আহত হয়নি। ওনারা অভিযোগ করেছেন, পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।

গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের! Read More »

বন্ধ হয়ে গেল 112 ফুট উচ্চতার বড় দুর্গা পূজা

বন্ধ হয়ে গেল 112 ফুট উচ্চতার বড় দুর্গা পূজা। কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের মানুষ এ বছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তারা তুলে ধরবেন বলে ঠিক করেছিলেন। তাদের দাবি এই পূজা করতে গিয়ে প্রশাসনের অসহযোগিতার কারণে কামালপুর অভিযান সংঘ এবছর তাদের দুর্গাপূজা বন্ধ করে দিলেন। তারা ভেবেছিলেন আদালতে গিয়ে হয়তো মিলবে সুরাহা,কিন্তু বারবার আদালতের তারিখ নির্ধারিত হওয়ায় প্রচুর অর্থ তাদের খরচ হচ্ছে যা গ্রামবাসীদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই তারা সিদ্ধান্ত নেন তাদের এলাকায় দুর্গা পুজো বন্ধ করবেন।

বন্ধ হয়ে গেল 112 ফুট উচ্চতার বড় দুর্গা পূজা Read More »

অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা

ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা।বোমার আঘাতে আহত প্রাক্তন সংসদ অর্জুন সিং। শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবন এর সামনে দাঁড়িয়েছিলেন।সেই মুহূর্তে হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ও বোম চালায় স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল বলে অভিযোগ।

অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা Read More »