Entertainment

এবার বলিউডে ভালোভাবে পা রাখতে চলেছেন মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি নিজেই একটা ইনডাস্ট্রি। বিশ্বের অন্যতম ধনকুবের। চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিকম- সর্বত্রই ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মুকেশ অম্বানীর সংস্থা বর্তমানে দেশের অন্যতম বড় কনগ্লোমারেট সংস্থা। দেশ তথা বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম দশেই থাকে অম্বানীর নাম। মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে বহু বছর আগেই খেলার দুনিয়ায় পা রেখেছে রিলায়েন্স। এবার বিনোদন জগতে। শোনা যাচ্ছে, বলিউডে ভালোভাবে প্রবেশ করতে চলেছে মুকেশ অম্বানীর সংস্থা। পরিচালক ও নির্মাতা করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব নিতে পারে রিলায়েন্স। আর্থলগ্নি করে যদি লাভের আশা থাকে সেখানেই আছে আম্বানি গোষ্ঠী। সেই দর্শন থেকেই এবার এসে পড়লো বিনোদন জগতে। সূত্রের খবর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশনের মধ্যে শেয়ার কেনার আলোচনা চলছে। দীর্ঘদিন ধরেই ধর্মা প্রোডাকশনের শেয়ার বিক্রির পরিকল্পনা করছেন করণ জোহর। কিন্তু মন মতো প্রস্তাব না পাওয়ায় আলোচনা এগোয়নি। এবার রিলায়েন্সের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে কথাবার্তা এগোচ্ছে বলেই শোনা যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে, মুম্বই বিনোদন জগৎ আসতে চলেছে মুকেশের পকেটে। তবে একথা ঠিক যে কয়েক বছর আগেই আম্বানি গোষ্ঠী ওই ইনডাস্ট্রিটে প্রবেশ করেছে। ইতিমধ্যে জিও স্টুডিও এবং ভায়াকম ১৮ স্টুডিয়ো রয়েছে, যা রিলায়েন্সই অংশ। এবার ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব নিলে বলিউডে অম্বানীদের অস্তিত্ব আরও মজবুত হবে। এর আগে সম্প্রতি, আরআইএল বালাজি ফিল্মসেও অল্প শেয়ার কিনেছিল। এবার অনেক বড়ো অর্থলগ্নি করতে চলেছে মুকেশ আম্বানি।

এবার বলিউডে ভালোভাবে পা রাখতে চলেছেন মুকেশ আম্বানি Read More »

এলিয়ানের দেখা পাওয়া শুধু সময়ের অপেক্ষা!

এলিয়ানের দেখা পাওয়া শুধু সময়ের অপেক্ষা। বলছেন একদল বিজ্ঞানী। অন্য কোনো সৌর জগতে হয়তো আছে ভিনগ্রহী এলিয়ান।    ‘এলিয়ান’ শব্দটি নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে। সম্প্রতি মেক্সিকো পার্লামেন্ট জানিয়েছে, ওদের কাছে আছে এলিয়ানের ফসিল। সেটা অবশ্য বিশ্ববিজ্ঞান স্বীকার করছে না। তবে বিজ্ঞানীরা আশাবাদী যে, আমাদের জীবদ্দশায়, আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো দূরের কোনো গ্রহে জীবনের সন্ধান পাওয়া যাবে। বৃহস্পতি গ্রহে মিশন পরিচালনা করছেন এমন একজন বিজ্ঞানী আরও একধাপ এগিয়ে বলছেন, বরফে ঢাকা এই গ্রহে কোনো প্রাণ না থাকলে সেটাও হবে অবাক হওয়ার মতো ব্যাপার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি সৌরজগতের বাইরের একটি গ্রহে জীবন থাকা সম্পর্কে ইঙ্গিত শনাক্ত করেছে। এখন সবটাই অবশ্য ভবিষ্যতের বিষয়। তবে আশা আছে পুরো  মাত্রায়।   পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ পাওয়া হবে সর্বকালের সর্ববৃহৎ বৈজ্ঞানিক আবিষ্কার। সেজন্য এরই মধ্যে বেশকিছু মিশন শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে। স্কটল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী ও অধ্যাপক ক্যাথরিন থেইম্যানস বলেন, “অসীম নক্ষত্র এবং গ্রহের একটি মহাবিশ্বে আমরা বসবাস করি। সেখানে অবশ্যই আমরাই শুধু একমাত্র বুদ্ধিমান প্রাণী হতে পারি না। ” সেই সন্ধানেই নাসার হাই পাওয়ার টেলিস্কোপ কাজ করে চলেছে। বৈজ্ঞানিক অনুসন্ধানে যে টেলিস্কোপগুলো ব্যবহার করা হয়, সেগুলো এখন দূরের নক্ষত্রকে প্রদক্ষিণকারী গ্রহগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারে। তাছাড়া এগুলো পৃথিবীর জীবিত প্রাণীরা উৎপাদন করে এমন রাসায়নিকের সন্ধান করতে পারে।   গত মাসের শুরুর দিকে পৃথিবী থেকে ১২০ আলোকবর্ষ দূরে অবস্থিত কে২-১৮বি নামের একটি গ্রহের বায়ুমণ্ডলে এমন গ্যাস শনাক্ত করা হয়। এই গ্রহটিকে বিজ্ঞানীরা ডাকেন ‘গোল্ডিলক্স জোন’ নামে। যে নক্ষত্রকে ঘিরে ওই গ্রহ ঘুরছে, তার থেকে এমন দূরত্বে সেটি রয়েছে, যাতে সেটির ভূপৃষ্ঠের তাপমাত্রা খুব বেশি গরম বা খুব বেশি ঠাণ্ডা হয় না। সেখানে জল থাকার জন্যও সঠিক তাপমাত্রা রয়েছে, যা জীবনের জন্য অপরিহার্য। বিজ্ঞানীদের একটি বিশেষজ্ঞ দল আশা করছে, আগামী এক বছরের মধ্যেই তারা জানতে পারবেন যে, আগ্রহ উদ্দীপক এসব ইঙ্গিত সেখানে আসলেই জীবন থাকার বিষয়টি নিশ্চিত করছে কি না। তাই তাঁরা মনে করে ভিনগ্রহী জীব বা এলিয়ানের অস্তিত্ব খুঁজে পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার।

এলিয়ানের দেখা পাওয়া শুধু সময়ের অপেক্ষা! Read More »

পুজোতে প্রকাশ পাওয়া ৩টে বাংলা ছবি কেমন ব্যবসা করলো?

টলিপাড়া পুজোতে প্রকাশিত তিন ছবির ব্যবসার দিকে তাকিয়েছিল। এর উপর অনেকটা নির্ভর করে বাংলা ছবির ভবিষ্যৎ। সেই তিনটি ছবি হলো – বহুরূপী, টেক্কা এবং শাস্ত্রী। এই ৩টি ছবিই গত ৮ অক্টোবর বক্স অফিসে মুক্তি পেয়েছে। টেক্কা ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে আছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। দুর্দান্ত টুইস্টে ভরা ছবিটি দারুণ নজর কেড়েছে দর্শকদের। অন্যদিকে বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাঙ্ক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। শাস্ত্রী ছবিটির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। অভিনয়ে আছেন মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়। এখানে বিজ্ঞান বনাম কুসংস্কারের লড়াই দেখানো হয়েছে। সমস্ত ছবিটা কাহিনী বেশ জমজমাট ও রহস্যময়। প্রশ্ন, পুজোতে তারা কে কেমন ব্যবসা করলো? টলি পাড়া সূত্রের খবর, প্রথম তিন দিনের পর বহুরূপী ছবিটি ২ কোটি টাকার বেশি আয় করেছে। পুজোয় মুক্তি পাওয়া ৩ বাংলা ছবির মধ্যে এগিয়ে আছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের এই ছবিটি। তারপর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা। দেবের ছবিটি ৩ দিনে বক্স অফিসে ১ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। আর এই কথা খোদ দেব জানিয়েছেন। অন্যদিকে শাস্ত্রী ছবিটি বেশ অনেকটাই পিছিয়ে আছে। এটা বক্স অফিসে মাত্র ২৫ লাখ টাকা আয় করেছে। দেব এদিন টেক্কা ছবিটির একটি পোস্টার পোস্ট করে লেখেন, ‘এটা একটা ব্লকবাস্টার অস্টোনি ছিল ৭০ টির বেশী হাউজফুল শো সহ।’ বাংলা সিনেমা আবার ফিরে আসছে তার প্রাচীন ঐতিহ্য নিয়ে – এটা খুবই স্বস্তির খবর।

পুজোতে প্রকাশ পাওয়া ৩টে বাংলা ছবি কেমন ব্যবসা করলো? Read More »

প্রয়াত রতন টাটা – তারপর?

ষষ্ঠীর দিন সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন বিশ্বের অন্যতম সহৃদয়, সমাজসেবী মূলক ব্যবসায়ী রতন টাটা। ইতিহাস সাক্ষী তিনি বিশ্বের বণিক মহলে শুধুই রতন নয়, একজন ‘রত্ন’ হয়েই বেঁচে থাকবেন অনন্তকাল। বুধবার ৮৬ বছর বয়সে পদ্মভূষণ প্রাপ্ত বিশ্ব বরেন্য শিল্পপতি রতন টাটা না ফেরার দেশে চলে যান। বৃহস্পতিবার সরকারি সম্মাননা জানিয়ে মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ভারতের প্রধানমন্ত্রী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন। এবার অনেক প্রশ্নের মধ্যে সামনে এসেছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন – এবার? রতন টাটা অবিবাহিত। তাঁর কোনো পরিবার বা সন্তান নেই। এবার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাঁর এই বিশাল সামরাজ্যের দায়িত্ব কে নেবে? মায়া টাটা হলেন, ব্রিটেনের বেইস বিজনেস স্কুল এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মায়া। তিনি নোয়েল টাটার ছোট মেয়ে। পেশা জীবন শুরু করেন টাটা ক্যাপিটালের সহযোগী প্রতিষ্ঠান টাটা অপর্চুনিটিস ফান্ডে। টিসিএফ বন্ধ হওয়ার পর টাটা ডিজিটালে চলে আসেন। দুই সংস্থার উত্থানের পিছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে মায়ার। এছাড়াও টাটা নিও অ্যাপ চালু করেন তিনি। যা টাটা গোষ্ঠীর সমস্ত অ্যাপগুলিকে এক ছাতার তলায় এনেছে। উল্লেখ্য, মায়ার মা আলু মিস্ত্রি হলেন ধনকুবের শিল্পপতি পালোনজি মিস্ত্রির মেয়ে। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান, প্রয়াত সাইরাস মিস্ত্রি সম্পর্কে তাঁর মামা। নোয়েল টাটার তিন সন্তানের মধ্যে রতন টাটার উত্তরাধিকার বহন করার বিষয়ে সবথেকে এগিয়ে মায়াই। নোয়েল টাটার কনিষ্ঠতম সন্তান হলেন নেভিল। এককালে বেইস বিজনেস স্কুলের ছাত্র টাটা গোষ্ঠীর ‘ট্রেন্ট লিমিটেড’-এর দায়িত্বে আছেন। ট্রেন্ট লিমিটেড সংস্থার অধীনে রয়েছে ওয়েস্টসাইড, স্টার বাজার, ল্যান্ডমার্ক এবং জুডিও স্টোরের মতো ব্র্যান্ডগুলি। লিয়া হলেন নোয়েল টাটার বড় মেয়ে। তিনি মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেছেন মাদ্রিদের বিখ্যাত আইই বিজনেস স্কুলে। ২০০৬ সালে ‘তাজ হোটেল রিসর্টস এবং প্যালেসেস’-এ যোগ দেন লিয়া। ধীরে ধীরে সেই সংস্থায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন তিনি। বর্তমানে ‘তাজ গ্রুপ অব হোটেলস’-এর কাজকর্ম দেখেন লিয়া টাটা। তবে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে আগেই জানা গিয়েছিল,২০১৭ সালেই টাটা গোষ্ঠীর হোল্ডিং কোম্পানি টাটা সন্সের চেয়ারম্য়ান হয়েছেন এন চন্দ্রশেখরণ। কিন্তু টাটা পরিবার থেকে কে ভবিষ্যতের হাল ধরবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ রতন টাটা অবিবাহিত ছিলেন। অন্যদিকে টাটা পরিবারের অনেকেই টাটার বিপুল বাণিজ্য সাম্রাজ্যের নানা দিক সামলাচ্ছে। ফলে এরপর রতন টাটার আসনে কে বসবেন তা নিয়ে আলোচনা তুঙ্গে।

প্রয়াত রতন টাটা – তারপর? Read More »

বিনোদন-আজ মহাষষ্ঠী – দিতিপ্রিয়া কি করবেন? আমাদের কাছে মুখ খুললেন

সারা বছর বাঙালি অপেক্ষা করে এই পুজোর কয়েকটা দিনের জন্য। প্রত্যেকেই নিজেদের মতো করে আনন্দে সময় কাটায়। এই বিষয়ে অবশ্য সেলেবদের আলাদা কিছু প্রোগ্রাম থাকে। কারণ পথে-ঘাটে তাদের ভক্তদের আবদার তো মানতেই হবে। বিনোদন জগতের অনেকেই এবছর ব্যস্ত থাকবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে। চলবে প্রতিবাদ মিছিল। মিছিলের মাঝে চলতি বছরের দুর্গাপুজোটা কেমন ভাবে কাটাবেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়? প্রতি বছর পুজোয় বেশির ভাগ সময়টাই কাজে কাজে কেটে যায় অভিনেত্রীর। তবে এই বছরটা তাঁর কাছে কিন্তু একটু অন্যরকম। জীবনে এসেছে নতুন মানুষ। দিতিপ্রিয়ার কাছে আমরা জানতে চাই এবার পুজোতে তিনি কি করবেন? দিতিপ্রিয়ার স্পষ্ট উত্তর – “আমার পুজোটা সাধারণত কাজে কাজেই কেটে যায়। আর তাছাড়া হয়তো বন্ধুদের সঙ্গে একটু বাড়িতে আড্ডা দেব।” এখানে তিনি শেষ করলেন না। আমাদের পরের প্রশ্নের উত্তরে দিতিপ্রিয়া বলেন,”আমার বয়ফ্রেন্ড আর আমি দুজনেই খুব লাজুক মানুষ। তাই প্লিজ আমাদের প্রেম নিয়ে আলোচনা করবেন না। খুব অস্বস্তি করছে। তবে এটা বলতে পারি। ও নিজের পেশার জন্য শহরের বাইরে থাকে। পুজোয় ছুটি পাওয়ার সুযোগও কম। যদি ছুটি পেয়ে কলকাতায় আসে তাহলে হয়তো একদিন বেরোব।” বাকি দিনগুলো বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আর জমিয়ে খাওয়া দাওয়া করেই কেটে যাবে নায়িকার। উল্লেখ্য, অভিনেত্রীর প্রেমিক পেশায় ফুটবলার। চেন্নাইয়িন এফসির বাঙালি ফুটবলার শমীক মিত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া। চেন্নাই এফসির গোলকিপার শমীক, শিলিগুড়ির ছেলে।

বিনোদন-আজ মহাষষ্ঠী – দিতিপ্রিয়া কি করবেন? আমাদের কাছে মুখ খুললেন Read More »

রতন টাটার অজানা প্রেমের কাহিনী এবার প্রকাশ্যে

‘রতন টাটা’ নামটাই এখন বিশ্ববাসীর কাছে যথেষ্ট। তিনি শুধুই ধন কুবের নন, সঙ্গে একজন বিরাট সমাজসেবীও। বিশ্বের একমাত্র ব্যবসায়ী যিনি তাঁর লাভের একটা বড়ো অংশ গরিব মানুষকে দান করেন। ৮৬ বছরের রতন টাটা অবিবাহিত। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন। শোনা যায়, টাটা নাকি ভালবেসেছিলে অভিনেত্রী সিমি গারেওয়ালকে। তবে সেই প্রেমও পরিণতি পায়নি। সিমির সঙ্গে প্রেম নিয়ে কোনওদিন প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি টাটাকে। তবে যে প্রেম নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তিনি। টাটার জীবনে কে সেই নারী? কে সেই স্বপ্নসুন্দরী? এবার তা সকলের সামনে এসেছে। সে বহুযুগ আগের কথা। তখন ইন্দো-চিন যুদ্ধ চলেছে। যুদ্ধের কারণে সে প্রেম কার্যত বলি দিতে হয়েছিল এই মহান শিল্পপতিকে। সিমি গারেওয়ালের টক শো’তেই জীবনের সেই কাহিনী শেয়ার করেছেন টাটা। তিনি জানান, সে সময় লস এঞ্জেলসে কাজ করছিলেন। সেখানেই তাঁর আলাপ হয় তাঁর স্বপ্নসুন্দরীর সঙ্গে। তাঁর কথায়, “কলেজ শেষ হওয়ার পর আমি লস এঞ্জেলসে একটি কাজ পাই। দুই বছর সেখানে কাজ করি আমি। কী সুন্দর সময় কাটাই।” তখনই তিনি প্রেমে পারেন এক নারীর। তার স্বপ্ন সুন্দরী! তিনি বলেন,”সে সময় প্রেমে পড়ি আমি। বিয়েটাও করে ফেলতাম। তবে আমায় ভারতে ফিরতে হত। খবর পাই ঠাকুমা খুব অসুস্থ।” ভারতে কিছু সময় কাটিয়ে আবারও প্রেমের টানে লস এঞ্জেলসে ফিরে যান টাটা প্রেমের টানে। ঠিক করেন এবার দেশে ফিরবেন তাঁকে নিয়েই। বিয়ে করবেন, গড়ে তুলবেন স্বপ্নের সংসার। তবে সেই ইচ্ছে অপূর্ণ থেকে যায়। কিন্তু তা আর হলো না। তাঁর কথায়, ‘’সে সময় ইন্দো-চিন যুদ্ধ চলছিল। আমি তাঁকে নিয়ে এই দেশে চলে আসি এমনটা চাননি ওঁর বাবা-মা। ও সেই সিদ্ধান্ত মেনে নেয়। আমার সঙ্গে ভারতে আসতে চায় না। কিন্তু আমাকে যে দেশে ফিরতেই হত। তাই আমি ফিরে আসি। আমাদের সম্পর্কটাও তাসের ঘরের মতো ভেঙে যায়।” এমন করুন কাহিনী সকলের চোখেই জল এনে দেয়।

রতন টাটার অজানা প্রেমের কাহিনী এবার প্রকাশ্যে Read More »

তামান্না ভাটিয়া: প্রেম সম্পর্কে জানালেন গুরুত্বপূর্ণ তথ্য প্রেমের জটিলতা

তামান্না ভাটিয়া: প্রেম সম্পর্কে জানালেন গুরুত্বপূর্ণ তথ্য

প্রেমের জটিলতা তামান্না ভাটিয়া: প্রেম সম্পর্কে জানালেন গুরুত্বপূর্ণ তথ্য প্রেমের জটিলতা প্রেম একদিকে যেমন সুন্দর, অন্যদিকে যেমন জটিল। প্রেমের নামে অনেক সময় মানুষকে বিভ্রান্ত করা হয়। তবে এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। তামান্না ভাটিয়া কী বললেন? জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি প্রেম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, প্রেমের সম্পর্কে কিছু বিপদ সঙ্কেত থাকে। এই সঙ্কেতগুলি লক্ষ্য করলেই বোঝা যায় যে সম্পর্কটি সুস্থ নয়। প্রেমের বিপদ সঙ্কেতগুলি কী কী? তামান্না ভাটিয়া মতে, প্রেমের বিপদ সঙ্কেতগুলি হল: কীভাবে বুঝবেন প্রেম আদতে প্রেম নয়? তামান্না ভাটিয়া আরও জানিয়েছেন যে, যদি আপনি উপরের কোনো সঙ্কেত লক্ষ্য করেন, তাহলে বুঝতে হবে যে আপনার প্রেম আদতে প্রেম নয়। প্রেম মানে স্বাধীনতা, সম্মান এবং বিশ্বাস। যদি এইগুলি না থাকে, তাহলে তা প্রেম নয়। প্রেমের পাঠ তামান্না ভাটিয়ার এই বক্তব্য প্রেম সম্পর্কে আমাদের অনেক কিছু শিখিয়েছে। তিনি জানিয়েছেন যে, প্রেমে জড়িয়ে পড়ার আগে ভালো করে ভেবে চিন্তা করা উচিত। এবং যদি কোনো সম্পর্ক আপনাকে কষ্ট দেয়, তাহলে সেই সম্পর্ক থেকে দূরে থাকাই ভাল। আপনার জন্য তামান্না ভাটিয়ার এই বক্তব্য আপনার জন্য কতটা প্রাসঙ্গিক? আপনি কি এই বিষয়ে একমত? নিচে কমেন্ট করে জানান। #তামান্নাভাটিয়া #প্রেম #সম্পর্ক #বিপদসঙ্কেত

তামান্না ভাটিয়া: প্রেম সম্পর্কে জানালেন গুরুত্বপূর্ণ তথ্য Read More »

পুজোর আগে ঝটপট মেদ ঝরাতে চান? তিন সব্জির রসই হবে আপনার ম্যাজিক ড্রিঙ্ক!

শুনতে অবাক লাগলেও এটা সম্পূর্ণ সত্য। বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুপার ফুড ড্রিঙ্ক আর দেখুন কীভাবে পুজোর আগে আপনি ফিট হয়ে উঠছেন। কীভাবে বানাবেন? [এখানে রস বানানোর সহজ একটি রেসিপি দিন। উদাহরণস্বরূপ: ১টি গাজর ১টি শসা ১টি টম্যাটো ১ ইঞ্চি আদা ১/২ লেবুর রস স্বাদমতো লবণ সবকিছু মিশিয়ে ব্লেন্ড করে নিন।] কেন এই রস? মেদ ঝরাতে সাহায্য করে: এই রসে থাকা ফাইবার আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখবে। পুষ্টিগুণে ভরপুর: ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই রস আপনার শরীরকে সুস্থ রাখবে। হজমে সাহায্য করে: এই রস হজম শক্তি বাড়াতে সাহায্য করে। #WeightLossDiet#পুজো#স্বাস্থ্য#সুন্দরতা#সব্জিররস#ডায়েট#ফিটনেস#মেদঝরানো । Disclaimer: এই তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

পুজোর আগে ঝটপট মেদ ঝরাতে চান? তিন সব্জির রসই হবে আপনার ম্যাজিক ড্রিঙ্ক! Read More »