দেশের মানুষেরা চান, একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের জন্য সঞ্চয় সুরক্ষিত রাখা যাবে। দেশের নাগরিকদের একটা বড় অংশ এখনও ভবিষ্যতের পুঁজির জন্য অর্থ সঞ্চয় করতে পোস্ট অফিসের(Post Office) উপরই নির্ভর করেন। সব বয়সের মানুষের জন্যই পোস্ট অফিসের(Post Office) বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প রয়েছে, যা কেন্দ্রীয় সরকারি গ্যারান্টির(Guarantee) কারণে সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয়। পোস্ট অফিসের(Post Office) এই সঞ্চয় প্রকল্পগুলি থেকে অনেক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের(Bank Fixed Deposit) চেয়েও বেশি সুদ পাওয়া যায়৷
পোষ্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের(Post Office Time Deposit Scream) কথা এখানে উল্লেখ করা হলো –
আরও পড়ুন
Massive Recruitment Coming Soon In Indian Railways:ভারতীয় রেলে হতে চলেছে বিপুল নিয়োগ
* পোষ্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের(Post Office Time Deposit Scream) সুদ বা রিটার্নের(Return) পরিমাণ – আপনি বিভিন্ন সময়ের জন্য পোষ্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের(Post Office Time Deposit Scream) বিনিয়োগ করতে পারেন। এতে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য টাকা জমা করতে পারবেন। যদি একজন বিনিয়োগকারী পোষ্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের(Post Office Time Deposit Scream) 5 বছরের জন্য 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে এর 7.5 শতাংশ হারে সুদ বাবদই তিনি 2,24,974 টাকা রিটার্নের(Return) পাবেন।
* পোষ্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের কর ছাড়ের সুবিধা – পোষ্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের আয়কর আইন 1961-এর 80C ধারার অধীনে কর ছাড়ের সুবিধাও প্রদান করে। 10 বছরের বেশি বয়সী শিশুর অ্যাকাউন্ট(Account) তার পরিবারের যে কোনও সদস্য খুলতে পারেন। সর্বনিম্ন 1,000 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট(Account) খোলা যেতে পারে।
#অ্যাকাউন্ট #পোষ্ট অফিস টাইম ডিপোজিট স্কিম #রিটার্ন #ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট