এখন লোনে গাড়ি খুবই সহজলভ্য। ফলে মধ্যবিত্তের মধ্যে গাড়ি কেনার প্রবনতা বেড়েই চলেছে। কিন্তু নেই নিজের কোনো পার্কিং প্লেস। আর সমস্যা তৈরী হয়েছে এই খানেই। এই সমস্যা কমবেশি ভারতের সমস্ত মেট্রো শহরে। তবে মহারাষ্ট্র সরকার একটা বৈপ্লবিক সিদ্ধান্ত ঘোষণা করেছে। গাড়ি কেনার ক্ষেত্রে এই শর্ত আরোপের পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার। মঙ্গলবারই রাজ্যের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনায়ক জানান, গাড়ি কেনার আগে সেই গাড়ি রাখার জায়গা রয়েছে, তা দেখাতে হবে ক্রেতাদের। এমনটাই নিয়ম আনার চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি বলেন, পার্কিং স্পেস বা গাড়ি রাখার জায়গা থাকলে তবেই কেনা যাবে গাড়ি। ব্যাপক যানজট ও পার্কিংয়ের সমস্যা মেটাতেই এই নিয়মের চিন্তাভাবনা।
এই নিয়মের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, “শহর ও শহরতলিতে যানজটের সমস্যা বেড়েই চলেছে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায়। এক বেডরুমের ফ্ল্যাটে থাকা মানুষও ঋণ নিয়ে এক বা একাধিক গাড়ি কিনছেন এবং পার্কিং স্পেস না থাকায়, গাড়ি রাস্তাতেই পার্ক করছেন। এতে আরও সমস্যা বাড়ছে। জরুরি মুহূর্তে অ্যাম্বুল্যান্স, দমকল ঢুকতে পারে না।” তিনি বলেন, “গাড়ি রাখার ব্যবস্থাও করতে হবে। পার্কিং স্পেস থাকলে গাড়ি কিনুন। অনেকে এই সিদ্ধান্তের প্রশংসা করবেন, অনেকে আবার নিন্দা করবেন। কিন্তু যানজট নিয়ন্ত্রণ করতে সরকারকে পদক্ষেপ করতেই হবে।”