‘ডিজিটাল ইন্ডিয়া(Digital India)’ এখন অনেক সফল। মোদীজির সেই স্বপ্নকে আরও বেশি বাস্তবে রূপ দেবার জন্য এবার বাজেটে(Budget) অর্থমন্ত্রীর বিশেষ নজর আছে। গত ২০২৪-২৫ অর্থবছরে প্রযুক্তি সেক্টরে(Sector) একাধিক ঘোষণা করেছিলেন নির্মলা সিতারমন। বিশেষ করে স্মার্টফোনের(Smartphone) ক্ষেত্রে ছিল বড় ঘোষণা। ভারতের মাটিতে মোবাইল ফোন যাতে আরও বেশি করে বানানো হয় সেজন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা করা হয়েছিল বিশেষ ছাড়ের। শুধু তাই নয়, স্মার্টফোনের(Smartphone) সস্তা হবে বলে ঘোষণা করা হয়। একই সঙ্গে মোবাইল চার্জার(Mobile Charger), মোবাইল প্রিন্টেড সার্কিট ডিজাইন অ্যাসেম্বলি(Mobile Printed Circuit Design Assembly) (PCDA) এবং মোবাইল ফোনের উপর যে কাস্টম ডিউটি(Custom Duty) ছিল তা কম করার কথা বলা হয়েছিল বাজেটে। ১৫ শতাংশ কমানোর ঘোষণা হয়। যার সরাসরি লাভ ক্রেতারা পেয়েছিলেন।
আরও পড়ুন
Massive Recruitment For Teaching Positions At CRPF School:CRPF স্কুলে শিক্ষক পদে বিপুল নিয়োগ
এবারও অর্থাৎ 2025-26 অর্থ বছরের জন্য যে বাজেটে(Budget) পেশ করা হচ্ছে সেখানে বেসিক ডিউটি(Basic Duty) আরও কমানোর হতে পারে। এতে আরও সস্তা হতে পারে স্মার্টফোনের(Smartphone) । এমনটাই মত বিশ্লেষকদের। স্মার্টফোনের(Smartphone) নির্মাতারা ইতিমধ্যে আমদানি কর কমানোর দাবি জানিয়েছেন। এই বিষয়েও নির্মলা সীতারমনের বাজেটে(Budget) দিশা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা হলে আরও সস্তা হতে পারে ভারতে স্মার্টফোনের(Smartphone) ।
গত বাজেটে(Budget) একাধিক ইলেকট্রনিক্স প্রোডাক্টের (Electronics Product)দাম বাড়ানো হয়েছিল। এবার এর উলটো পথেই হাঁটতে পারে মোদী সরকার। ফোন ছাড়াও সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন প্রোডাক্টের ( Product) দাম কমতে পারে এবারের বাজেটে। ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন(Indian Cellur And Electronics Association) ইতিমধ্যেই ইলেকট্রনিক(Electronic) পণ্যের উপর কর কমানোর দাবি জানিয়েছে সরকারের কাছে। আর এই দাবি যদি সরকার মেনে নেয় তাহলে স্মার্ট টিভি(Smart Tv) থেকে শুরু করে সস্তা হতে পারে অন্যান্য একাধিক প্রোডাক্টের (Product)।