
কোন ব্যাংকে(Bank) আর কখন আপনি বিনিয়োগ করবেন এটা মানুষকে দেখে নিতে হবে। এক সময় ছিল যখন মানুষ বেসরকারি ব্যাংকে ইনভেস্ট করতে চাইতেন না। এখন সময় পরিবর্তন হয়েছে। ভারতের অনেক বেসরকারি ব্যাংক খুব ভালো লাভ করছে ও মানুষকে লাভ দিচ্ছে। তেমনই একটি ইনভেস্টমেন্ট(Investment)-এর কথা আজ বলবো। ‘বন্ধন লাইফ গ্যারান্টেড ইনকাম প্ল্যান’(Bandhan Life Guaranteed Income Plan) লঞ্চ(Launch) করল বন্ধন লাইফ ইনস্যুরেন্স(Bandhan Life Insurance)। এতে একই সঙ্গে মিলবে জীবন বিমা এবং প্রতি মাসে নিশ্চিত আয়ের সুযোগ। তাও একেবারে প্রথম মাস থেকেই। বন্ধন ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে এই প্ল্যান কিনতে পারেন গ্রাহক। স্বল্পমেয়াদি এবং দীর্ঘ মেয়াদি আর্থিক লক্ষ্য পূরণ, উভয় ক্ষেত্রেই সাহায্য করবে এই প্ল্যান। সেভাবেই ‘বন্ধন লাইফ গ্যারান্টেড ইনকাম প্ল্যান’-কে ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুন
“Bank Of Baroda Is Set To Hire A Large Number Of Employees:’ব্যাঙ্ক অব বরোদা’য় নিয়োগ হতে চলেছে প্রচুর কর্মী
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্তানের পড়াশোনার খরচ, অবসরকালীন নিরাপত্তা ইত্যাদির জন্য আদর্শ। নিশ্চিত আয়ের সুবিধা এবং বিমার কারণে এই প্ল্যানে গ্রাহকের পরিবারও সুরক্ষিত থাকেন।প্ল্যান লঞ্চ অনুষ্ঠানে বন্ধন লাইফ ইনস্যুরেন্স(Bandhan Life Insurance) এমডি ও সিইও সতীশ্বর বি.(MD. and CEO Satishswar B.) বলেন, “বন্ধন লাইফ ইনস্যুরেন্স(Bandhan Life Insurance) আমরা গ্রাহককে আর্থিক নিরাপত্তা এবং লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় আত্মবিশ্বাস যোগাতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে শিক্ষার খরচ প্রতি বছর ৮ থেকে ১০ শতাংশ এবং চিকিৎসা খরচ ১০ শতাংশের বেশি হারে বাড়ছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত আয়ের উৎস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
#বন্ধন লাইফ ইনস্যুরেন্স #এমডি ও সিইও সতীশ্বর বি #ইনভেস্টমেন্ট #ব্যাংক