Travonews.in

মহিলাদের স্বনির্ভর হওয়ার নতুন দিশা দেখাচ্ছে – মাটির গয়না

 

প্রায় ৫০০ বছর আগেই পোড়া মাটির শিল্পে পথ দেখিয়েছিল বাঁকুড়া, বিষ্ণুপুর। সেই পথ ধরেই পরবর্তীকালে পোড়া মাটি দিয়ে অনেক অভিনব সৃষ্টি হয়েছে। এবার সামনে এসেছে পোড়া মাটির গয়না। সরকারের স্বনির্ভত গোষ্ঠীর মাধ্যমে কিছু ব্যাংক লোনও পাওয়া যায়। তাই যে মহিলাদের শিল্পবোধ আছে ও যারা সৃষ্টিশীল তারা কিন্তু এই কাজের মাধ্যমে একটা ভালো আয়ের পথ খুঁজে নিতে পারেন।
মাটির গয়না তৈরি ব্যবসায় খুব সহজে স্বাবলম্বী হতে পারে মহিলারা, অনলাইন ও অফলাইনে ভাল বাজার! জানুন এই ব্যবসা শুরু করতে কত টাকা এবং কী কী দরকার।

বর্তমান সময়ে ধাতুর অলংকারের পরিবর্তে মহিলাদের পরনে মাটির গয়না পরার প্রবণতা দারুণ ভাবে বৃদ্ধি পেয়েছে। নানা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গয়না পছন্দ করে মহিলারা। পছন্দকে কাজে লাগাতে পারলেই ব্যবসাতে লাভ। সারা বছর বিভিন্ন উৎসবকে সামনে রেখে গয়নার তৈরি করলেই চাহিদার সঙ্গে বিক্রি। এই ব্যবসায় অফলাইন ও অনলাইনে বিক্রি করার সুযোগ। অন্যদিকে বিভিন্ন মেলা ও এক্সিবিশন থেকেও ভাল বাজার ধরার সুযোগ। গত কয়েক বছরে মাটির গয়নার দারুণ চাহিদা বেড়েছে। বহু মহিলা স্বনির্ভর হচ্ছে এই ব্যবসায়। আবার যে সমস্ত উদ্যোগী ট্রেন্ডিং, নিত্য নতুন ও আরও মানানসই ডিজাইন তুলতে পারেন তাদের ব্যবসা অল্প দিনে আরও লাভজনক হতে পারে। মাটির গয়নার যেমন দামে কম হয়। তেমনি পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরার সুযোগ।

এই নিয়ে একটু খোঁজ খবর নিলেই জানা যাবে যে এই ব্যবসা যথেষ্ট লাভ জনক। প্রয়োজনে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ট্রেনিং নেওয়া যায়। মানুষের চাহিদা ও আকর্ষণের উপর গুরুত্ব দিয়ে খুব সহজেই বহু মহিলা স্বনির্ভর। আর সেই পথকে বেছে নিয়ে গত কয়েক বছরে স্বনির্ভর উলুবেড়িয়ার অর্পিতা পাল। লকডাউনে গৃহবন্দী সময়ে মাটির গয়না তৈরি করা শিখে অল্প কয়েক বছরেই ব্যবসায় সফলতা। এ প্রসঙ্গে শিল্পী অর্পিতা পাল জানান, ‘বর্তমান সময়ে মাটির গয়না ব্যবসায় ভাল আয়ের সুযোগ। তবে সৃজনশীল চিন্তাভাবনা থাকতেই হবে। যত বেশি নতুন ডিজাইন তৈরি করা যাবে , ততই জিনিসের চাহিদা।’সরকার এই জাতীয় কুটির শিল্পকে নানাভাবে সাহায্য ও উৎসাহিত করে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ