ভারত বাংলাদেশ সীমান্তে চোরা চালানকারীদের সাহস বেড়েই চলেছে। তাদের পিছনে থেকে মদত দিচ্ছে BGB। এখন তারা দুর্বার হয়ে উঠেছে। সেই কারণেই BSF কে পাল্টা গুলি চালাতে হলো বুধবার। বারণ করলেও কানে কথা যাচ্ছিল না ওদের। বারবার নিষেধ করেছিল বিএসএফ (BSF)। তারপরও এ দেশে ঢুকে পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশিরা। এমনকী, সীমান্তে কাঁটাতারটুকুও কেটে দিয়েছিল কাফ সিরাপ পাচারের চেষ্টায়। বিষয়টি নজরে পড়ে বিএসএফ জওয়ানদের। বাধা দেয়। কিন্তু কথা না শুনে তাদের উপরই হামলা চালায় বাংলাদেশি পাচারকারীরা। শেষে বাধ্য হয়ে গুলি ছোড়ে বিএসএফ। তাঁদের ছোড়া গুলিতে আহত হল এক বাংলাদেশি পাচারকারী। বুধবার সকালে চাঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মল্লিকপুর ভারত বাংলাদেশ সীমান্তে।
চোরা চালানকারীদের ভালো ব্যবসা কাফ সিরাফ। আর তা আটকাতে গিয়েই ওদের আক্রমনে আহত হন এক BSF জওয়ান। BSF এর গুলিতে আহত হয় একজন চোরা চালানকারী। দুজনকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে পাঁচজন বাংলাদেশি পাচারকারি বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করা। বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে পাঁচজন পাচারকারীরা প্রতিরোধ গড়ে তোলে। এক জওয়ানের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করে। তারপর হামলা চালায়। যার ফলে বিএসএফ জওয়ানের গুরুতর আহত হন। আহত বিএসএফ জওয়ানের নাম অরফেস কুমার (২৫)। এরপর বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। এতে মহম্মদ আলাউদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হয়।