Travo News Reporter

ভ্রমণ-উত্তরবঙ্গে মূর্তি নদীর তীরে অসাধারণ ‘রকি আইল্যান্ড’

 এবার আমাদের ভ্রমণ সঙ্গীর একদম নতুন ঠিকানা রকি আইল্যান্ড। উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল এমনটা কিন্তু নয়। তার বাইরেও একাধিক জায়গা রয়েছে। তেমনই একটা জায়গা রকি আইল্যান্ড। একেবারে অন্য রকমের বেড়ানোর মজা পাওয়া যায়। মূর্তি নদীর তীরে অসাধারণ এক জায়গা এই রকি আইল্যান্ড। উত্তরবঙ্গের একটি দিকে যেমন রয়েছে কাঞ্জনজঙ্ঘার হাতছানি। অন্যদিকে রয়েছে জঙ্গলের হাতছানি। তার মাঝেই মূর্তি নদীর পাড়ে রয়েছে এই ছোট্ট অফবিট জায়গা রকি আইল্যান্ড।   রকি আইল্যান্ড ভ্রমণের নির্দিষ্ট কোনো সময় নেই। শীত-গ্রীষ্ম-বর্ষা প্রায় সব ঋতুতেই এখানে আসা যায়। রকি আইল্যান্ডের সৌন্দর্য লুকিয়ে রয়েছে মূর্তি নদীকে ঘিরে। পাহাড়ের পাদদেশে মূর্তি নদীর পাড়ে ছোট্ট একটা জায়গা। রকি আইল্যান্ড এমনই একটা জায়গা যেটির কাছেই রয়েছে ভুটান সীমান্ত। পায়ে হেঁটেই ভুটান সীমান্তের গ্রাম ঘুরে আসতে পারবেন। পাহাড় আর ডুয়ার্সের মধ্যবর্তী জায়গায় অবস্থান এই রকি আইল্যান্ডের। মার্চ এপ্রিম মাসে মূর্তি নদীর জল অনেকটাই শুকিয়ে যায়। মূর্তি নদীর পাড়েই অনেক্ষণ বসে কাটিয়ে দেওয়া যায়। মূর্তি নদীর উপরে রয়েছে একটি ব্রেল ব্রিজ। এই ব্রেল ব্রিজের উপরে দাঁড়িয়ে পর্যটকরা ছবি তোলেন। সেলফি তোলার সেরা জায়গা বললে ভুল হবে না। রিভার বেডে নেমে ঘুরতে পারেন পর্যটকরা। তবে মূর্তি নদীর জলের স্রোত এতটাই যে সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। স্নান তো দূরের কথা। পাথুরের রাস্তার সব বাধা পেরিয়ে কুলকুল শব্দে বয়ে চলে নদী। তীব্র তার গর্জন। আপনাকে মুগ্ধ করবে ওই জলধ্বনি।     রকি আইল্যান্ডে কাছে থাকার অনেক জায়গা রয়েছে। হোম স্টে থেকে হোটেল যেখানে পছন্দ থাকতে পারেন। একানে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের পর্যটকরাও বেড়াতে যান। শিলিগুড়ি শহর থেকে ৮২ কিলোমিটার দূরে রয়েছে রকি আইল্যান্ড। সামসিং থেকে তার দূরত্ব ২ কিলোমিটার। সামসিংও বেড়ানোর সুন্দরপ একটা জায়গা। ৩/৪ দিন মনের আনন্দে ঘুরে আসুন রকি আইল্যান্ড।

ভ্রমণ-উত্তরবঙ্গে মূর্তি নদীর তীরে অসাধারণ ‘রকি আইল্যান্ড’ Read More »

রান্না -জাপানি ‘কারি রাইস’- স্বাস্থ্য,স্বাদে ও গন্ধে অনন্য

 পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্য-সচেতন সম্প্রদায় হলো জাপানিরা। তাঁরা স্বাস্থ্যের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে না। তাদের রান্নার কালচারে আছে ‘স্বাস্থ্যবিধি’ কখনো উপেক্ষিত হয় না। বাঙালির কাছে মাংসের ঝোল ও ভাত যেমন উপাদেয় খাদ্য ঠিক তেমনি জাপানিদের প্রিয় খাদ্য হলো ‘কারি রাইস’।    উপকরণ – ভাতের জন্য ৩০০/৩৫০ গ্রাম ভালো চাল। মূল আমিষ হিসাবে ৫০০ গ্রামের মত বোনলেস চিকেন বা কাঁটা ছড়ানো যেকোনো সামুদ্রিক মাছ। সবজির মধ্যে – আলু,গাজর,করাইশুঁটি, আপেল কোরা। মশলা – পিয়াঁজ কুচি,আদা ও রসুন বাটা,সয়া সস, এলাচ,নুন, বাটার,ময়দা,কেয়াপ।   প্রণালী –  প্রথম পর্ব –  ভাত করে শুকিয়ে আলাদা পাত্রে রাখুন   দ্বিতীয় পর্ব – একটি ছোট সসপ্যানে ২ টেবিল চামচ বাটার দিন। বাটার অল্প গলে গেলে তাতে ১ টেবিল চামচ ময়দা দিয়ে নাড়তে থাকুন। ব্রাউন রঙের হয়ে এলে ও ফুটতে শুরু করলে ৩ টেবিল চামচ সয়া সস দিন। ভালো করে নাড়তে থাকুন। এবার এতে কেচাপ দিন ২ টেবিল চামচ। নাড়তে থাকুন।এতে জল দেবেন না। জল-ছাড়াই যে মিশ্রণটি তেরি হবে, সেটি ওভেন থেকে নামিয়ে রাখুন।  তৃতীয় পর্ব – এবার একটি বড় সসপ্যানে তেল গরম করুন। কুচি কুচি করা পেঁয়াজ গরম তেলে ছেড়ে দিন। অল্প আঁচে পেঁয়াজ ভাজুন। অল্প বাদামি রঙের হয়ে এলে তাতে বোনলেশ চিকেন বা সিফিস দিয়ে দিন। ভালো করে রান্না করুন। আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিন। এবার এতে যে যে ভেজিটেবিলগুলি কেটেছেন সেগুলি দিয়ে দিন। অল্প রান্না করার পর ২ কাপ জল দিয়ে দিন। একটু ফুটে উঠলে এলাচ দিতে পারেন। গন্ধের জন্য। এবার সসপ্যানের ঢাকনা দিয়ে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে চৌকো করে কাটা আলুগুলি দিয়ে আবার ঢাকনাটি দিয়ে দিন। বেশ কিছুক্ষণ রেখে ঢাকনা খুলুন। দেখুন, মাংস/মাছগুলি সেদ্ধ হয়েছে কিনা।  এতে অল্প মিষ্টতা আনতে, আপেল কোরা করে দিতে পারেন। একদম আলাদা স্বাদের এটি রান্না। জাপানে যেভাবে রান্নাটি করা হয়, সেই হিসেবে এখানে আপেল ব্যবহার করতে পারেন। অল্প নাড়াচাড়া করার পর, ১ টেবলচামচ গরম মশালা ছড়িয়ে দিন। স্বাদমতো নুন দিন। জল যদি দরকার পড়ে, তাহলে দেবেন। দরকার না হলে সসপ্যানের ঢাকনা বন্ধ করে ফুটতে দিন। এবার যে মশালাটি বানানো হয়েছিল, সেটি এবার এতে দিয়ে দিন। মশালা ভালো করে মিশিয়ে দেওয়ার পর তাতে মটরশুটি দিয়ে দিন। গরম গরম ভাতের উপর এই জাপানিজ কারি ঢেলে দিন।

রান্না -জাপানি ‘কারি রাইস’- স্বাস্থ্য,স্বাদে ও গন্ধে অনন্য Read More »

আজকের আবহাওয়া

কখনো রোদ কখনো বৃষ্টি – এই নিয়েই চলেছে বঙ্গের আবহাওয়া। এবার পুজোতে বৃষ্টির পূর্বাভাস আছে। কিন্তু পুজো কি পুরো বৃষ্টিতে ভাসবে? এই প্রশ্নই এখন সকলের মনে। সেই অবস্থাতেই আলিপুর আবহাওয়া অফিস তাদের পূর্বাভাস দিলো। দক্ষিণ এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে পশ্চিমবঙ্গ উপকূলে থাকা নিম্নচাপের প্রভাব দ্রুত কেটে যাবে। এই আবহে বৃষ্টি জারি থাকলেও পুজোর সময় ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়েছে ৪ অক্টোবর। মৌমস ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের ওপরে বর্তমানে রয়েছে এই নিম্নচাপটি। এদিকে দক্ষিণ এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই আবহে আগামী কয়েকদিন বাংলায় বৃষ্টি হতে পারে। তবে আশার কথা হয়তো খুব ভারী বৃষ্টি হবে না। শনিবার দক্ষিণবঙ্গের আটটি জেলা – হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আজ কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই আবহে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রির ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি নীচে। অন্যদিকে উত্তরের আবহাওয়া সম্পর্কে জানা যাচ্ছে,আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র কোচবিহারের একটি বা দুটি অংশে। অন্যান্য অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজকের আবহাওয়া Read More »

রাশিফল — 5 October

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। মেষ আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনও অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন- আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন। আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না।আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। বৃষভ আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালবাসে। আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছনোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না। মিথুন সামাজিক জীবনের থেকে স্বাস্হ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। আপনি কমিশন- ডিভিডেন্ট- বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। কর্কট জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরী করুন। আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই। এরফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভাল থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন। সিংহ আপনার স্বাস্হ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন। আজ, আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন- এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে। কন্যা আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। আপনি দলীয় কর্মকান্ডে জড়িত হয়ে নতুন বন্ধু তৈরি করতে পারেন। আজকে প্রেমের কোন আশা নেই। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন। তুলা আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন- যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে- তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে। সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন। বৃশ্চিক বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। ধনু আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত। আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ। কোন পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার। মকর আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন। কুম্ভ আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন- যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হন। মীন আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভাল থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন।

রাশিফল — 5 October Read More »

পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পুজো উদ্বোধন করাতে চান কয়েকশো পুজো কমিটি। কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষে সর্বত্র গিয়ে পুজো উদ্বোধন করা সম্ভব হয় না। তাই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তিনি সশরীরে উপস্থিত হয়ে পুজো উদ্বোধন করলেও বাংলার অন্যান্য অনেক জেলায় তিনি অন লাইন পুজো উদ্বোধন করেন। গতকালই পিতৃপক্ষের মধ্যেই তিনি পুজোর সূচনা করে দেন। মহালয়ার দিন হাতিবাগান সর্বজনীন থেকে পুজোর উদ্বোধনের কর্মসূচি পুরোদমে শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ, ৩ অক্টোবর দক্ষিণ কলকাতার ও বেহালার একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে ছিল টালা প্রত্যয়, ২৫ পল্লি, ৭৪ পল্লি, বেহালা নতুন দল, বেহালার বরিষা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লি, বোসপুকুর তালবাগান, শীতলা মন্দির, বালিগঞ্জ ২১ পল্লি, আদি বালিগঞ্জ ক্লাব, আলিপুর সার্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘের মতো পুজোগুলি। তিনি সত্যিই আর সময় পাচ্ছেন না। সারাদিন বিভিন্ন পুজো মন্ডপে ঘুরে বেড়াতে হয়। কিন্তু এখনও অনেক বাকি। নবান্ন সূত্রে খবর ৪ঠা অক্টোবর অর্থাৎ আগামিকালও মোট ১২ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভবানীপুর শীতলা মন্দির, গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন ক্লাব,মুদিয়ালি, বাদামতলা আষার সংঘ, ত্রিধারার মতো ক্লাবগুলি। ৫ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১৬ টি পূজোর উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে ৬৪ পল্লী, ২২ পল্লী, বকুলবাগান-সহ ভবানীপুর ও পদ্মপুকুর এলাকার একাধিক ক্লাব। ৬ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের কর্মসূচি শেষ করবেন। মূলত আলিপুর বডিগার্ড লাইনস ও সুরুচি সংঘের পুজো উদ্বোধন আগামী ৬ই অক্টোবর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট ৫৩ টি দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী Read More »

আজকের আবহাওয়া

শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও অল্প বৃষ্টি শুরু হয়েছে। অথচ সাধারণ পুজো মন্ডপগুলোতে আজ থেকেই প্রতিমা আনা শুরু হচ্ছে। এই অবস্থায় আজকের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলো। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে ফের একবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার থেকেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস বাংলার অধিকাংশ জেলায়। আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ৮ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে কম-বেশি বৃষ্টি চলবে। যথেষ্ট চিন্তায় পুজো কমিটিগুলো ও আম বাঙালি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় শুক্রবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের আকাশে মেঘ জমেছে। শুক্রবার উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারে। পুজোর এই ক’টা দিন মানুষ উৎসবের মেজাজে থাকে। এবার পুজোতে কি তা নষ্ট হতে চলেছে! উদ্বিগ্ন সাধারণ মানুষ।

আজকের আবহাওয়া Read More »

বাংলা ভাষাকে ‘ক্লাসিক্যাল’ ভাষার মর্যাদা দিলো কেন্দ্র

ক্লাসিক্যাল বা ধ্রুপদি শব্দটা দিয়ে বোঝানো হয় ‘আভিজাত্য পূর্ণ’। ভাষার আভ্যন্তরিন গম্ভীর্য ও আভিজাত্য এবং সেই ভাষায় লেখা সাহিত্য, গবেষণাধৰ্মী কাজের ভিত্তিতেই কোনো ভাষাকে ‘ধ্রুপদি’ ভাষার মর্যাদা দেওয়া হয়। এবার সেই শিরোপা পেলো বাংলা ভাষা।কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হল। বাংলার সঙ্গেই মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়াকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বাংলার গর্বের দিন আজ। স্বাভাবিক কারণেই বাঙালি হিসাবে এটা খুবই গৌরবের বিষয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রের কাছে এই স্বীকৃতির জন্য আবেদন করেছেন। বাংলা ভাষা নিয়ে যারা গবেষণা করেন, চর্চা করেন তাঁরা মনে করেন, এর অনেক আগেই বাংলা ভাষাকে ক্লাসিকাল ভাষার মর্যাদা দেওয়া উচিত ছিল। এর আগে তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম, ওড়িয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। এদিকে এতদিন কেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হচ্ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। এদিকে কেন্দ্রের এই ঘোষণার পরে এক্স হ্যান্ডেলে লিখেছেন বাংলার মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, ‘আমি অত্যন্ত খুশি বেঙ্গলি বা বাংলা ভাষাকে ক্লাসিকাল ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার।’ সূত্রের খবর, সাহিত্য অ্যাকাডেমি নিয়ন্ত্রণাধীন Linguistics Experts Committee এর গত ২৫ জুলাইয়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে বাংলা-সহ মোট পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে তাতেই চূড়ান্ত সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার।

বাংলা ভাষাকে ‘ক্লাসিক্যাল’ ভাষার মর্যাদা দিলো কেন্দ্র Read More »

এনার্জি গেইন করতে ‘দুধ-কলা’ অব্যর্থ কাজ করে

দুধ ও কলা দুটোই পুষ্টিগুনে ভরপুর। শরীরের জন্য এই দুটো খাবার খুবই উপকারী। দুধ ক্যালসিয়ামে সমৃদ্ধ, যা হাড় এবং দাঁতের জন্য খুব ভালো। এটি পেশী মেরামতের জন্য প্রোটিন, রোগ প্রতিরোধের জন্য ভিটামিন এ এবং ডি, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম প্রদান করে। কলা পটাসিয়ামের একটি ভালো উৎস, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।এছাড়াও, কলা ভিটামিন এ, বি এবং সি, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, নাইসিন এবং ফলিক অ্যাসিডের মতো পুষ্টিতে ভরপুর। এদের মধ্যে ফাইবার রয়েছে যা পাচন প্রক্রিয়া উন্নত করে, ভালো ঘুমের জন্য দরকারি৷ অনেক পুষ্টি বিশেষজ্ঞ দুধ এবং কলা একসাথে খাওয়ার উপকারিতা ব্যাখ্যা করেছেন। তাঁরা বলেন, যারা সবসময় দুর্বল বা ক্লান্ত অনুভব করেন তাদের শোবার আগে দুধ এবং কলা খাওয়া উচিত। এই সংমিশ্রণ শরীরে শক্তি প্রদান করে এবং শারীরিক দুর্বলতা মোকাবিলায় সাহায্য করে। দুধ ও কলা একসাথে স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই সংমিশ্রণ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, যেহেতু উভয় খাবারেই পটাসিয়াম রয়েছে, যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য উপকারী। তাই ব্রেকফাস্টে বা রাতের খাবার হিসাবে দুধ ও কলা নির্বাচন করলে আপনি অনেক উপকার পেতে পারেন।

এনার্জি গেইন করতে ‘দুধ-কলা’ অব্যর্থ কাজ করে Read More »

সৃষ্টি বসুর প্রতিবাদী গয়না -‘অন্ধকারের অলঙ্কার’

আর জি কর কান্ড মানুষের মনে কতটা নাড়া দিয়ে গেছে, তা বোঝা যায় শিল্পী সৃষ্টি বসুর সৃষ্টিতে। বাংলার উত্তরপ্রান্তে জলপাইগুড়ি শহরের বাসিন্দা সৃষ্টি বসু পেশায় ফ্যাশন ডিজাইনার। তিনি নারীর অলঙ্কারকেই নারীর ক্ষমতায়ন এবং নারীত্বের গর্জন হিসেবে শিল্পের ছোঁয়া দিয়েছেন। তাঁর হাতের ছোঁয়ায় গলার হারে একদিকে যেমন সৃষ্টির প্রতীক হিসেবে উঠে এসেছে যোনী। তেমনই আর জি কর কাণ্ডের পরে তার নতুন আলঙ্কার সকলকে মুগ্ধ করেছে। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ করলেন গয়নার মাধ্যেমে। ‘অন্ধকারের অলঙ্কার’ নামে একগুচ্ছ ‘প্রতিবাদী’ গয়না বানালেন তিনি। সেই বিষয়টিকেই ‘প্রতিবাদী গয়না’ হিসেবে আনা হয়েছে। একইসঙ্গে মেয়েদের রাতদখলের আন্দোলনকে চিরস্মরণীয় করে রাখতে তাঁকে প্যাঁচার সঙ্গে তুলনা করা হয়েছে। সুন্দর ভাবে গলার হারে জায়গা করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁথা স্টিচের মাধ্যমে টি শার্টের উপর তিলোত্তমার ঘটনার বিচার চেয়ে ডিজাইন করা হয়েছে। জানা যাচ্ছে, এই সকল গয়না তিনি কোনও লাভ রাখছেন না। ইতিমধ্যে সৃষ্টি বসুর তৈরী গয়না সেলিব্রিটি মহলে জনপ্রিয় হয়েছে। তার গয়না ব্যবহার করতে দেখা গিয়েছে বিবি রাসেল,মমতা শঙ্কর,ব্রততী বন্দোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীদের। সৃষ্টি বসু বলেন, “আরজি কর কাণ্ড আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। আমার গয়না যেমন অনুষ্ঠানের, তেমনই আন্দোলনেরও।”

সৃষ্টি বসুর প্রতিবাদী গয়না -‘অন্ধকারের অলঙ্কার’ Read More »

বার্নপুর ধেনুয়া গ্রামের ‘আগমনী’ দুর্গাপুজো শুরু ও শেষ মহালয়াতেই

বিষয়টা খুব অবাক করার হলেও এভাবেই পুজো চলে আসছে বছরের পর বছর ধরে। হীরাপুরের ধেনুয়া গ্রামে আগমনী দুর্গা পুজো শুরু হয়ে যায় দেবীপক্ষে। দামোদরের নদীর তিরে ধেনুয়া গ্রামে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। বুধবার ভোর থেকে শুরু হল দুর্গা পুজো। তার আগে একই মন্দিরে রাতে অমাবস্যায় কালী পুজো হয়। তারপর আগমনী দুর্গার আবাহন। একদিনেই সপ্তমী অষ্টমী ও নবমী। এই আশ্রমের প্রতিষ্ঠাতা ও সেবাইত ছিলেন জ্যোতিন মহারাজ। তাঁর গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো চালু করেছিলেন। বছর সাতেক আগে সেবাইত জ্যোতিন মহারাজও অবশ্য মারা যান। এখন পুজো চালাচ্ছেন গ্রামের মানুষজন। কেন এমন অভিনব নিয়ম, তা নিয়ে আমরা গিয়েছিলেম সেই আশ্রমে।

বার্নপুর ধেনুয়া গ্রামের ‘আগমনী’ দুর্গাপুজো শুরু ও শেষ মহালয়াতেই Read More »