এই মুহূর্তে শাসক দলের প্রধান মাথা ব্যথা ভুতুড়ে ভোটার। এর আগে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে বহু সংখ্যালঘু মানুষকে এদেশে এনে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে বলে শাসকের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। আর এবার বিহার উত্তরপ্রদেশ থেকে বিজেপি ভোটার আনিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এই আবহে সামনে আসলো শীতলকুচির ৫ জন ভোটারের নাম। দেশ ছেড়ে চলে গেলেও এখনও ভোটার লিস্টে নাম রয়েছে এই পাঁচ বাংলাদেশির। জান যাচ্ছে, কোচবিহারের শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলগ্রাম (পূর্বের বাংলাদেশি ছিটমহল ) এলাকার স্থায়ী বাসিন্দা মহাবুল হোসেন। আত্মীয় শফিকুল সহ এলাকার চারজন ব্যক্তি বিগত দিনে বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নল গ্রামে বসবাস করতেন বলে খবর। পরবর্তীতে ছিটমহল বিনিময়ের সময়ে এই ৫ জন বাংলাদেশে চলে যান বলে খবর।
বর্তমানে তাঁরা বাংলাদেশেই বসবাস করছেন। কিন্তু এদের নাম রয়েছে ভারতের ভোটার লিস্টে বলে জানা গিয়েছে। এখানেই উঠছে প্রশ্ন।
বাংলাদেশি ছিট মহলের বাসিন্দারা কীভাবে ভারতের ভোটার লিস্টে নাম তুলতে সক্ষম হলেন ? কারা এই সব বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলেছিল? এই নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে নজরে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে মহাবুল ইসলাম জানান, “নাম গুলো ডিলিট করার ভাবনা ছিল। কিন্তু কোনও কারণে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি।” যদিও, এই বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কোভির হোসেন বলেন, “শফিকুলরা এই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। সিট বিনিময়ের সময় তারা ওপারে চলে যান।”