বিজেপির নতুন কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা হবে কয়েক দিনের মধ্যেই। এতদিন জে পি নাড্ডা যথেষ্ট দক্ষতার সঙ্গে ওই পদ সামলেছেন। এবার? সামনে অনেক নাম আসলেও তা গোপন রেখেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ২০ মার্চের মধ্যে ঘোষণা হতে পারে নতুন সভাপতির নাম। বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি রয়েছেন জেপি নাড্ডা (JP Nadda)। নতুন সর্বভারতীয় সভাপতিকে নির্বাচন করার প্রক্রিয়া এখনও থমকে রয়েছে। রাজ্যস্তরে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সর্বভারতীয় স্তরে বদল আনা হবে বলেই খবর সূত্রের। বিজেপির দলের নিয়ম অনুযায়ী, দেশের অন্তত অর্ধেক রাজ্যের সভাপতিদের নির্বাচন না বলে কেন্দ্রীয় সভাপতি পদে নাম বাছাই করা যাবে না। সেই মতো ২৮টি অঙ্গরাজ্যের ১২টিতে ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্য সভাপতি বাছাই করে ফেলেছে বিজেপি। এখনও ৬টি রাজ্যে সভাপতিদের নাম চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই তা ঠিক করে ফেলা হবে বলে সূত্রের খবর।
ইতিমধ্যে দেশের বহু এই পদে ছিলেন। ২০১৯ সালের ১৭ জুন দলের জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন জেপি নাড্ডা। ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। এরপর ওই দিনই বিজেপির ১১তম সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত করা হয় জেপি নাড্ডাকে। সেই থেকে বর্তমানে নাড্ডাই দলের সর্বভারতীয় সভাপতি। প্রসঙ্গত, বিজেপির প্রথম সর্বভারতীয় সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সভাপতি পদে একাধিকবার আসীন হয়েছেন লালকৃষ্ণ আডবাণীও। তারপরে অবশ্য এই পদে আসিন হয়েছিলেন মুরলী মনোহর যোশী, এম বেঙ্কাইয়া নায়ডু, রাজনাথ সিং, নিতিন গডকড়ি। নাড্ডার আগে ছিলেন অমিত শাহ। এখন দেখার নতুন কোন ব্যক্তিত্ব এই পদ সামলান।