Travonews.in

Extreme Tiredness Causes ক্লান্তি আসলে কার, শরীর না মনের?

অবসাদ বা ক্লান্তি এখন যেন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। শরীর আর মনের মধ্যে ঠিক কোথায় ক্লান্তি বাসা বেঁধেছে, তা বোঝা বেশ কঠিন। চিকিৎসকরা বলছেন, শারীরিক এবং মানসিক ক্লান্তি অনেকটা ‘মানিকজোড়’-এর মতো। অর্থাৎ, একটির সঙ্গে অন্যটি এমন ভাবে যুক্ত যে, এদেরকে আলাদা করা মুশকিল।

ক্লান্তির কারণ:

  • শরীরের সঙ্গে মনের যোগ নিবিড়। শরীরে কিছু হলে মনের উপর প্রভাব পড়বে। আবার, মনখারাপ থাকলেও শরীর বেঁকে বসতে পারে।
  • হরমোনের হেরফের কিংবা রক্তাল্পতার মতো সমস্যা থেকেও কিন্তু শারীরিক ভাবে ক্লান্ত লাগতে পারে।
  • আবার কোনও ঘটনায় মনের উপর অত্যধিক চাপ পড়লেও কিন্তু দেহের পেশিতে, মাথায় ব্যথা হতে পারে। অনেকের তো খিদে, ঘুমও চলে যায়।
  • অবসাদ থেকেও কিন্তু শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে।
  • কোনও কাজে অতিরিক্ত মাথা খাটাতে হলেও তার প্রভাব মনের উপর পড়তে পারে। শারীরিক ভাবে তো ক্লান্ত বোধ করতেই পারেন। এমনকি, কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে না-ও করতে পারে।

ক্লান্তি দূর করার উপায়:

  • মনকে শান্ত রাখার বিবিধ পন্থা রয়েছে, সেগুলি রপ্ত করতে হবে। ধ্যান, যোগ, শ্বাস-প্রশ্বাস নেওয়া-ছাড়ার মাধ্যমে মনে প্রশান্তি আসতে পারে।
  • সারা দিন ধরে কাজ করুন। কিন্তু কাজের মাঝে কিছু ক্ষণের জন্য হলেও বিরতি নিন। তাতে মনের একঘেয়েমি কাটবে, চোখের উপরেও চাপ পড়বে না।
  • পর্যাপ্ত ঘুম হলে শরীর এবং মনের ক্লান্তি কাটে। যত কাজই থাকুক না কেন, রাতে অন্ততপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমোনো আবশ্যিক। না হলে মাথাও বিগড়ে যেতে পারে।
  • নিয়মিত শরীরচর্চা করলে ‘এন্ডরফিন’ নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যা মনমেজাজ ভাল রাখতে এবং ক্লান্তি কাটিয়ে উঠতে বিশেষ ভাবে সহায়তা করে।
  • পেশা এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখার অভ্যাস করতে হবে। শরীর এবং মনের উপর অতিরিক্ত চাপ পড়ে, এমন কাজে সরাসরি ‘না’ বলে দেওয়াই শ্রেয়।

কিছু অতিরিক্ত টিপস:

  • সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখুন।
  • পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
  • নিজের শখের জন্য সময় বার করুন।
  • পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান।
  • প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

#ক্লান্তি #মানসিকস্বাস্থ্য #শারীরিকস্বাস্থ্য #সুস্থজীবন #অবসাদ #শরীরচর্চা #ঘুম #ধ্যান #যোগ

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ