গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে জলে প্রচুর আয়রন থাকার কারণে ওয়াশরুমের টাইলস দ্রুত লালচে হয়ে যায়। সহজে উঠতে চায় না। এটা একটা নৈমিত্তিক সমস্যা। নোংরা ওয়াশরুম বা বাথরুম পরিষ্কার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অপরিষ্কার বাথরুম থেকে বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে তাই বাথরুম পরিষ্কার রাখাটা খুবই জরুরি। বেশিরভাগ মানুষই বাথরুম পরিষ্কার করলেও টাইলসের গায়ে জমে থাকা ময়লা তুলতে ভুলে যান।
ধীরে ধীরে এই ময়লা জমে টাইলসের চকচকে ভাব হারিয়ে যায়। তখন ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে পরিষ্কার করলেও এই একগুঁয়ে দাগ দূর করা অসম্ভব হয়ে পড়ে। সেই সমস্যা সমাধানের সহজ ঘরোয়া উপায় আছে।
৩টি উপাদানের মিশ্রণে একটি তরল তৈরি করে সহজেই বাথরুমের টাইলস পরিষ্কার করা যায়। এই ৩ উপাদান থেকে তৈরি মিশ্রণ একেবারে নতুনের মতো করে তুলবে বাথরুমের টাইলস। বাথরুম পরিষ্কার করতে একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করতে হবে । এর জন্য ১ চামচ বেকিং পাউডারের সঙ্গে ২ চামচ ডিটারজেন্ট পাউডার মেশাতে হবে। এরপর বাথরুম ক্লিনারের সঙ্গে এই বিশেষ মিশ্রণ দিয়ে একসঙ্গে বাথরুমের টাইলসে ঘষতে হবে। এতে টাইলসের উজ্জ্বলতা বজায় থাকবে অথচ একদম পরিষ্কার হয়ে যাবে।